সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় তথ্যপ্রযুক্তির পীঠস্থান সিলিকন ভ্যালির শীর্ষস্থানে জায়গা করে নিতে চলেছেন আরও এক ভারতীয়। মঙ্গলবার অ্যাপল তাদের চিফ অপারেটিং অফিসারের (সিওও) নাম ঘোষণা করেছে। জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হতে চলেছেন সাবিহ খান। আইফোন নির্মাতা বিশ্বখ্যাত সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শেষেই সিওও-র দায়িত্ব নেবেন সাবিহ। বর্তমানে অ্যাপেলের অন্যতম সিনয়র ভাইস প্রেসিডেন্ট তিনি। তাঁকে শীর্ষ পদে আনা সংস্থাটির দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ বলেই জানা গিয়েছে।
সাবিহ খানের জন্ম ১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সিঙ্গাপুরের স্কুলে পড়াশোনা করেন তিনি। টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। এরপর আমেরিকায় চাকরি এবং বসবাস। ভারতীয় বংশোদ্ভূত সাবিহ ১৯৯৫ সালে অ্যাপলে যোগ দেন। গত তিরিশ বছর ধরে বিভিন্ন বিভাগে কাজ করেছেন তিনি। ২০১৯ সালে সংস্থার ভাইস প্রেসিডেন্ট হন।
কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক স্তরের জোগান, পরিকল্পনা, কাঁচালমাল সংগ্রহ, কর্মী সুরক্ষা ইত্যাদি দায়িত্ব পালন করার পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়ে উল্লেখ্যযোগ্য কাজ করেছেন সাবিহ। যা কার্বন নির্গমন ৬০ শতাংশ কমাতে সাহায্য করেছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থার শীর্ষপদে রয়েছেন ভারতীয়রা। তাঁদের অন্যতম মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা, গুগলের সিইও সুন্দর পিচাই প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.