সংবাদ প্রতিদিন ডিজটাল ডেস্ক: ইজরায়েল (Israel) ও আমেরিকার মতো প্রতিপক্ষকে বিশ্বাস করে না ইরান (Iran)। ওরা যে কোনও মহুর্তে সংঘর্ষবিরতি (Ceasefire) লঙ্ঘন করতে পারে। তেমনটা হলে পালটা হামলা চালাতে দ্বিধা করবে না তেহরানও। এমনটাই মন্তব্য করলেন ইরানের সেনার চিফ অফ স্টাফ আবদোলরহিম মৌসাভি। প্রশ্ন হল, হঠাৎ সংঘর্ষবিরতি নিয়ে সংশয় প্রকাশ করছেন কেন ইরান রেভলিউশনারি গার্ডের শীর্ষ সেনাকর্তা?
রবিবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা বলেন আবদোলরহিম মৌসাভি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সলমন-মৌসাভি আলাপচারিতার সময় ইজরায়েলের যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইরানের শীর্ষকর্তা। তিনি বলেন, মৌসাভি বলেন, “যুদ্ধবিরতি-সহ বিভিন্ন অঙ্গীকারের প্রতি শত্রু কতটা দায়বদ্ধ, আমাদের তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে।” পাশাপাশি হুঁশিয়ারির সুরে বলেন, “যদি আবার হামলা হয়, কঠোর জবাব দিতে আমরাও প্রস্তুত।”
ইরানের পরমাণু গবেষণা নিয়ে উদ্বেগ বাড়ছিল ইজরায়েল এবং আমেরিকার। তেহরান পরমাণু শক্তিধর হোক কিছুতেই চাইছিল না তারা। সেই কারণেই ইরানের পরমাণুকেন্দ্রেগুলিকে টার্গেট করেছিল ইজরায়েল ও আমেরিকা। যদিও ১৩ জুন ইজরায়েল-ইরান দ্বন্দ্বের প্রথম দিনে ইরানের একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা, সেনা আধিকারিক এবং পরমাণু বিজ্ঞানীদেরও টার্গেট করেছিল ইজরায়েল। ওই হামলায় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল। এর পরেই প্রত্যাঘাত শুরু করে তেহরান। ১২ দিনের এই যুদ্ধে ইরানের ৬২৭ জন এবং ইজরায়েলের ২৮ জনের মৃত্যু হয়েছে। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রাথমিক ইজরায়েল ও ইরান উভয়পক্ষের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। সম্ভবত সেই কারণেই ইজরায়েল সংঘর্ষবিরতি লঙ্ঘন করতে পারে বলে আশঙ্কা ইরানের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.