সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসায়ী, সাংসদ-একাধারে তাঁর অনেক পরিচয়। সুদূর লন্ডন থেকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিকল্পনাও করেছিলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল। ৯৪ বছর বয়সে পরলোকগমন করেন তিনি। স্বরাজের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Deeply saddened by the passing of Shri Swaraj Paul Ji. His contributions to industry, philanthropy and public service in the UK, and his unwavering support for closer ties with India will always be remembered. I fondly recall our many interactions. Condolences to his family and…
Advertisement— Narendra Modi (@narendramodi)
আদতে স্বরাজের জন্ম এবং বড় হওয়া পাঞ্জাবের জলন্ধরে। ব্রিটেনে পা রাখেন ১৯৬৬ সালে, কন্যা অম্বিকার চিকিৎসার জন্য। কিন্তু কন্যাকে বাঁচাতে পারেননি। তারপর ব্রিটেনেই থেকে গিয়েছেন স্বরাজ। শুরু করেন ‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ়’। শিল্পপতি হিসাবে কেবল লন্ডন নয়, ভারতেও যথেষ্ট সমাদৃত ছিলেন স্বরাজ পল। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদি সকলের সঙ্গেই সুসম্পর্ক ছিল তাঁর।
ব্যবসার পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্যও ছিলেন স্বরাজ। একাধিক ইস্যুতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। বাণিজ্য, শিক্ষার মতো জনস্বার্থের ইস্যুতে নানা পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন। কাজ করেছেন স্বাস্থ্যক্ষেত্র নিয়েও। লন্ডনের চিড়িয়াখানা বন্ধের প্রবল বিরোধিতা করেছিলেন।
লন্ডনে থাকলেও দেশের প্রতি যথেষ্ট টান ছিল স্বরাজের। দলমত নির্বিশেষে ভারতের সকল প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। ‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ়’ একটা সময়ে বাংলায় বিনিয়োগ করার ইচ্ছাও প্রকাশ করেছিল। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন স্বরাজ। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্বরাজ। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মোদি-মমতা।
Deeply saddened by the demise of Swraj Paul ji. He was a business tycoon, a formidable industrialist, a philanthropist, and an icon of global Indian diaspora with deep Kolkata connections.
I knew him well and received his affection. We had interacted on joint efforts to develop…
— Mamata Banerjee (@MamataOfficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.