ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম না করেই পাকিস্তানকে বিঁধলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার বেজিংয়ে এসসিও-র নিরাপত্তা পরিষদের সচিবদের বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি পরিষ্কার জানিয়েছেন, সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ে দ্বিমুখী অবস্থান চলবে না। তিনি ইসলামাবাদের নাম না নিলেও মূলত পাকিস্তানকেই যে কাঠগড়ায় তুলেছেন তা পরিষ্কারই বোঝা গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
চিনের রাজধানী বেজিংয়ে গিয়েছিলেন ডোভাল। আর সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ”সন্ত্রাসের যে কোনও রূপ, বিশেষত সীমান্তপারের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।” লস্কর, জইশ, আল কায়দা, আইসিসের মতো জঙ্গি দলগুলি যে এখনও আন্তর্জাতিক আঙিনায় ত্রাস হয়ে রয়েছে সেকথাও বলেন ডোভাল। জানিয়ে দেন, কেবল জঙ্গি নিকেশেই এর সমাধান মিলবে না। আর্থিক মদতের পথ থেকে উসকানির পরিকাঠামো সব গুঁড়িয়ে দিতে হবে। আর সেজন্য একটি ‘যৌথ প্রতিরোধ পরিকাঠামো’ গড়ে তোলবার আহ্বান জানান তিনি। এবং বলেন, সন্ত্রাসের মোকাবিলায় কোনও রকম দ্বিমুখী অবস্থান নেওয়া একেবারেই চলবে না। তিনি বলেন, পহেলগাঁওয়ের হামলার দায় নিয়েছিল দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যারা আদপে লস্করেরই ছায়া গোষ্ঠী। আর তারপরই ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে এর জবাবও দিয়েছে। এদিকে এদিনের বৈঠকের ফাঁকেই রুশ প্রতিনিধি আলেকজান্ডার বেনেডিক্টভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারেন অজিত।
H.E. Aleksandr Venediktov, Deputy Secretary of the Security Council of the Russian Federation called on NSA Shri Ajit Doval today on the sidelines of the 20th Meeting of the SCO Security Council Secretaries in Beijing.
— India in China (@EOIBeijing)
প্রসঙ্গত, ভারত ছাড়াও এসসিও-র সদস্য দেশগুলি হল পাকিস্তান, চিন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তেই মূলত এই গোষ্ঠীর গঠন। ২০০১ সালে এই গোষ্ঠীর জন্ম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.