সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্য বেঁধে নিয়ে গাজায় বিরাট সেনা অভিযান শুরু করেছে ইজরায়েল। লাগাতার চলছে এয়ার স্ট্রাইক। সেই অভিযানেই মৃত্যু হল ৭ অক্টোবর হামলার অন্যতম চক্রী হামাসের নাখবা বিভাগের শাতি ব্যাটেলিয়নের কমান্ডার ওয়েল মাত্রিয়ার। সম্প্রতি এই অভিযান চালানো হয় ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF) ও ইরায়েলের সন্ত্রাসদমন বিভাগ ‘শিন বেট’-এর উদ্যোগে।
ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, ৭ অক্টোবর ইজরায়েলের নাহাল ওজ চেকপয়েন্টে হামলার মূল চক্রান্তকারি ছিল এই মাত্রিয়া। লড়াইয়ের সময় ইজরায়েল সেনার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে সহায়তা করেছিল সে। এহেন হামাস নেতার মৃত্যু ইজরায়েলের কাছে বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে। সম্প্রতি গাজার মাটিতে ইহুদি সেনার তরফে যে এয়ার স্ট্রাইক চালানো হয়েছিল সেই অভিযানেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে রিপোর্ট বলছে, গত বুধবার গাজায় ইজরায়েলি সেনা গোলাগুলিতে ৮০ জনের বেশি প্যালেস্তিনিয়র মৃত্যু হয়েছে। যাঁদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে গাজা সিটিতে। এছাড়া স্থানীয়দের তরফে জানা গিয়েছে, গাজা সিটির কেন্দ্রীয় দারাজের ফিরাস বাজারের কাছে বাস্তুচ্যুত পরিবারগুলিকে আশ্রয় দেওয়ার জন্য একটি ভবন ও তাঁবু নির্মাণ করা হয়েছিল সেখানে হামলা চালায় ইজরায়েল। এই হামলায় শিশু ও মহিলা-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
তবে ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, তাদের অভিযানে দুই শীর্ষ হামাস নেতার মৃত্যু হয়েছে। সেনার ট্যাঙ্ক ক্রমশ শহরের কেন্দ্রের দিকে এগোচ্ছে। এই অঞ্চলকে হামাসের প্রধানঘাঁটি হিসেবে গণ্য করা হয়। সেনা জানিয়েছে, আমাদের হামলার মূল লক্ষ্য হল হামাসকে শেষ করা ও তাদের হাতে বন্দি ইজরায়েলের সাধারণ নাগরিকদের মুক্ত করা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.