Advertisement
Advertisement
Oman

উপসাগরীয় দেশ হিসাবে প্রথম, নাগরিকদের উপর আয়কর আরোপ ওমানের

২০২৮ সাল থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Oman to impose income tax on top earners
Published by: Subhodeep Mullick
  • Posted:June 24, 2025 5:04 am
  • Updated:June 24, 2025 5:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকদের আয়ের উপর এবার কর বসানোর সিদ্ধান্ত নিল ওমান। সোমবার ওমানের একটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ। সূত্রের খবর, অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।

Advertisement

ব্লুমবার্গের রিপোর্টে জানানো হয়েছে, ওমানের যে সমস্ত নাগরিকদের বার্ষিক আয় ৪২ হাজার রিয়াল (১ লক্ষ ৯ হাজার ডলার) তাঁদের ৫ শতাংশ হারে কর দিতে হবে। ২০২৮ সাল থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে। ওমানের অর্থমন্ত্রী সাইদ বিন মহাম্মদ আল-সাকরি বলেন, “তেলের উপর অতিরিক্ত নির্ভরতা হ্রাস করতেই সরকারের এই পদক্ষেপ। এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের মাত্র ১ শতাংশ উপার্যনকারীই প্রভাবিত হবেন।”

‘গালফ কোঅপারেশন কাউন্সিল’ (জিসিসি)-এর সদস্যভুক্ত অন্য কোনও মধ্যপ্রাচ্যের দেশ তাদের নাগরিকদের আয়ের উপর কর  আরোপ করেনি। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সব দেশ কাজ করতে আসেন। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতারের মতো দেশগুলি তেল রপ্তানির মাধ্যমে মোটা টাকা উপার্যন করে। পাশাপাশি আয় বাড়াতে বিদেশি কর্মীদের কাছ থেকেও কিছু অর্থ সংগ্রহ করে। তবে ওমানের এই আয়কর আরোপের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিকেও যে প্রভাবিত করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওমানের দেখানো পথে আর কোনও দেশ হাঁটে কি না সেটাই এখন দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ