Advertisement
Advertisement
Shashi Tharoor

থারুরদের প্রতিবাদে ইউ টার্ন! অপারেশন সিঁদুর নিয়ে ‘পাকপন্থী’ বিবৃতি প্রত্যাহার কলম্বিয়ার

দক্ষিণ আমেরিকায় বিরাট কূটনৈতিক জয় ভারতের!

Operation Sindoor: Colombia's U-Turn on Pak deaths, after Shashi Tharoor's disappointment
Published by: Subhajit Mandal
  • Posted:May 31, 2025 8:51 am
  • Updated:May 31, 2025 10:02 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শশী থারুরদের দক্ষতায় দক্ষিণ আমেরিকায় বিরাট কূটনৈতিক জয় ভারতের। ভারতের তীব্র প্রতিবাদে অপারেশন সিঁদুর নিয়ে পাকপন্থী বিবৃতি প্রত্যাহার করে নিল কলম্বিয়া। সূত্রের দাবি, দ্রুতই ভারতের পক্ষে জোরাল বিবৃতি দেবে দক্ষিণ আমেরিকার দেশটি।

Advertisement

আসলে অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পাশে দাঁড়ায়নি কলম্বিয়া। উলটে পাকপন্থী বিবৃতি দেয় বোগাতা। ভারতীয় সেনার অভিযানে নিহত পাক নাগরিকদের পরিবারকে শোক জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছিল দেশটি। পাকিস্তানের মাটিতে ভারতের সামরিক হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে দক্ষিণ আমেরিকার ওই দেশ। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান বোঝাতে কলম্বিয়ায় পৌছেই এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দল।

কলম্বিয়া সরকারের আচরণে তাঁরা যে হতাশ, সে কথা সে দেশের মাটিতে দাঁড়িয়ে মুখের উপরেই বলে দেন থারুররা। শুক্রবার কলম্বিয়ার রাজধানী বোগাতায় সাংবাদিকদের থারুর বলেন, “কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা হতাশ হয়েছি। তাঁরা ভারতের আক্রমণে নিহত পাকিস্তানিদের জন্য আন্তরিক সমবেদনা জানালেন। সন্ত্রাসবাদের বলি হয়েছেন যাঁরা, তাদের জন্য নয়! আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই, সন্ত্রাসবাদ এবং তার প্রতিরোধকারীদের কোনওভাবেই এক করে দেওয়া যায় না। কেউ আক্রমণ করে, কেউ রক্ষা করে, এদের মধ্যে কোনও সমতা নেই। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি।”

থারুরদের ওই প্রতিবাদের পর কূটনৈতিক স্তরেও দুদেশের মধ্যে আলোচনা হয়। তারপরই কলম্বিয়ে নিজেদের পুরনো বিবৃতি প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন শশী। কংগ্রেস সাংসদের দাবি, “কলম্বিয়ার যে বিবৃতিতে আমরা হতাশ হয়েছিলাম, সেটা ওরা প্রত্যাহার করে নিয়েছে। দ্রুত ভারতের পক্ষে দাঁড়িয়ে নতুন বিবৃতি দেবে বোগাতা।” ওই প্রতিনিধি দলের সদস্য তথা বিজেপি নেতা তরণজিৎ সিং সান্ধুও জানিয়েছেন, ভারতীয় প্রতিনিধিদলের চাপে অবস্থান বদলাতে বাধ্য হয়েছে কলম্বিয়া। পুরো বিষয়টিকে ভারতের বড় কূটনৈতিক জয় হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ