সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একযোগে সাইবার হামলা ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে। শনিবার এই ঘটনার জেরে উড়ান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর। সাইবার হামলায় বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যানুয়েল পদ্ধতিতে চলছে এই প্রক্রিয়া। যার ফলে সমস্যা গুরুতর আকার নিয়েছে।
হিথরো বিমানবন্দরের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সাইবার হামলার জেরে ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয়েছে পরিষেবা। যার জেরে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে বিমানগুলি। স্বয়ংক্রিয় পদ্ধতিতে চেক-ইন ও বোর্ডিং বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। কোনও কোনও বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলার আশঙ্কাও করা হচ্ছে। এই স্বয়ংক্রিয় পদ্ধতির দায়িত্বে থাকা সংস্থা কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, সাইবার হামলার পর সমস্যা সমাধানের কাজ জোরকদমে শুরু হয়েছে। যদিও তা পুরোপুরি ঠিক হতে অনেকটা সময় লাগবে। কোন বিমান কখন চলছে সে সম্পর্কে বিস্তারিত জানতে বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।
তবে গুরুতর এই অবস্থার মাঝেও জার্মানির ফ্রাঙ্কফুর্ট বা জুরিখ বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। ইউরোপের সম্মিলিত বিমান চলাচল নিরাপত্তা সংস্থা ইউরো কন্ট্রোল জানিয়েছে, এই ঘটনার জেরে বিমান সংস্থাগুলোকে স্থানীয় সময় শনিবার ভোর ৪টা থেকে রবিবার রাত ২টোর মধ্যে বিমানবন্দরে তাদের অর্ধেক ফ্লাইট সময়সূচী বাতিল করতে বলা হয়েছে। ইউরোপের মাটিতে এহেন সাইবার হামলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। সাম্প্রতিক অতীতে এত বড় সাইবার হামলা কবে ঘটেছে তা মনে করতে পারছেন না কর্তৃপক্ষ। উদ্বিগ্ন প্রশাসন। কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.