সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত আফগানিস্তান (Afghanistan)। ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে গৃহযুদ্ধ। দ্রুত কাবুল দখলের উদ্দেশ্যে প্রচণ্ড লড়াই শুরু করেছে তালিবান (Taliban)। মার্কিন সহায়তায় প্রত্যাঘাত করেছে আফগান সেনাও। গত রবিবারই নিকেশ হয় প্রায় ২০০ তালিবান জেহাদি। এবার ফের শতাধিক তালিবান খতম হল আফগান বায়ুসেনার আক্রমণে। আফগান প্রতিরক্ষামন্ত্রকের তরফে একাধিক টুইটে সেকথাই জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে করা এক টুইটে মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় কান্দাহারের বহিরাঞ্চল ও দন্দ, জেরিয়া, তখতাপোল জেলায় ৪৭ জন তালিবানকে খতম করার কথা। সেই সঙ্গে জানানো হয়, ওই হানায় ২৫ জনের আহত হওয়ার কথাও। তার আগে সোমবার সন্ধ্যা ৯টা নাগাদ হেলমন্দে ১০ জন তালিবান নিকেশ হওয়ার বিষয়ে টুইট করা হয়। তাদের মধ্যে ৩ জন আবার সিনিয়র তালিবান কমান্ডার। এছাড়াও আরেক টুইটে জানানো হয় লস্করগা ও হেলমন্দে ৪৫ জন তালিবান নিকেশ হওয়ার খবর। সব মিলিয়ে সোমবার সন্ধে থেকে মঙ্গলবারের সকাল পর্যন্ত শতাধিক তালিবান খতম হল আফগান সেনার হানায়।
47 terrorists were killed & 25 others wounded in conducted by in support of operations in Dand,Zheria,TakhtaPol districts & the outskirts of provincial center,last night.
Also,2 hideouts,1 vehicle,2 of their heavy weapons were destroyed— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan)
যুদ্ধবিধ্বস্ত কাবুলিওয়ালার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই ফের নতুন করে আফগানভূমের দখল নিতে শুরু করেছে তালিবানরা। আফগান সেনার সঙ্গে যুদ্ধে একের পর এক বড় শহরের দখল নিচ্ছে জঙ্গিগোষ্ঠী। উত্তরের বহু এলাকাই এখন তালিবানদের দখলে। এখনও পর্যন্ত ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করার দাবি করেছে জঙ্গিরা। এই পরিস্থিতিতে মার্কিনী সহায়তায় লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে আফগান সেনাও।
10 terrorists including 3 of their senior commanders named “Zargai”, “Haji Turan” & “Zarqavi” were killed in an conducted by on Taliban gathering at the outskirts of provincial center, afternoon today.
— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan)
যদিও প্রাথমিক সহায়তা সত্ত্বেও ধীরে ধীরে ‘বন্ধু’ আফগানিস্তানের হাত হয়তো আমেরিকা ছেড়ে দিতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবির এক বিতর্কিত মন্তব্য ঘিরেই সেই সম্ভাবনা উসকে উঠেছে। দেশটিতে তালিবানের বিরুদ্ধে মার্কিন বায়ুসেনার অভিযানের প্রসঙ্গে কিরবি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, ‘এটা ওদের লড়াই’।
45 terrorists were killed in conducted by at the outskirts of city, provincial center, late morning today.
Also, a large amount of their weapons and ammunition were destroyed.
— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan)
এদিকে মঙ্গলবার বিকেলেই বিশেষ বিমানে দিল্লি ফিরবেন আফগানিস্তানে অবস্থিত ভারতীয় কূটনীতিকরা। আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে দেখেই এই সিদ্ধান্ত। এদিন এয়ার ইন্ডিয়ার বিমানে ফেরানো হচ্ছে তাঁদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.