Advertisement
Advertisement
Indus Water Treaty

জল বন্ধ করলে শ্বাস বন্ধ করে দেব! সিন্ধু জলচুক্তি নিয়ে হাফিজ সইদের হুমকির পুনরাবৃত্তি পাক সেনার

জঙ্গিনেতা এবং পাক সেনার কণ্ঠে একই সুর!

Pak Army says same speech as Hafeez Saeed on Indus Water Treaty
Published by: Anwesha Adhikary
  • Posted:May 23, 2025 12:44 pm
  • Updated:May 23, 2025 1:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের জল বন্ধ করলে ভারতের শ্বাস বন্ধ করে দেব! ফের ফাঁকা আওয়াজ করল পাকিস্তান। সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) আপাতত বাতিল থাকায় এমন মন্তব্য করলেন পাক সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরি। উল্লেখ্য, অতীতে ঠিক একই মন্তব্য করতে শোনা গিয়েছে লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকেও। অর্থাৎ জঙ্গিনেতা এবং পাক সেনা একই কথা বলছে সিন্ধু জলচুক্তি নিয়ে।

Advertisement

সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি! দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসীর শুকিয়ে মরার অবস্থা। অভাবনীয় সংকট থেকে বাঁচতে ফের ভারতের কাছে কাকুতি-মিনতি শুরু করেছে পাকিস্তান। তবে ইসলামাবাদের হাজার অনুরোধেও চিড়ে ভিজবে না বলে সাফ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর মতে, কাশ্মীর ইস্যুতে একটাই আলোচনা হতে পারে। সেটা হল বেআইনিভাবে দখল করা পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার প্রসঙ্গে।

অনুনয়-বিনয় করেও যখন লাভ হয়নি, তখন হুমকি দিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টায় পাকিস্তান। সেদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যান পাক সেনার মুখপাত্র। সেখানে গিয়ে সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে আহমেদ বলেন, “তোমরা যদি আমাদের জল বন্ধ করে দাও আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব।” এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তারপরেই নেটিজেনদের মনে পড়ছে হাফিজ সইদের মন্তব্য। ২৬/১১ হামলার মূলচক্রীও ঠিক একইভাবে বলেছিল, “তোমরা যদি আমাদের জল বন্ধ করে দাও আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব। জল নয়, তোমাদের রক্ত বইবে সিন্ধুতে।”

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরই সিন্ধু চুক্তি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে নয়াদিল্লি। এর পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। নিকেশ হয় শতাধিক জঙ্গি। পরে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতেও সায় দিয়েছে নয়াদিল্লি। কিন্তু সংঘর্ষবিরতিতে সায় দিলেও সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ইসলামাবাদের অনুরোধেও সেই সিদ্ধান্ত বদলাবে না নয়াদিল্লি। তার মধ্যেই বারবার উসকানিমূলক মন্তব্য করছে পাকিস্তান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ