Advertisement
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের রাফালে ভূপতিত করার পাক দাবি নস্যাৎ ফ্রান্সের

এক সাক্ষাৎকারে একথা জানান ডাসল্ট এভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার।

Pak claim of Rafale jets loss during Operation Sindoor inaccurate says Dassault chief
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 15, 2025 12:08 pm
  • Updated:June 15, 2025 12:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক স্তরে আবারও বড় জয় ভারতের। অপারেশন সিঁদুর অভিযান চলাকালীন ভারতের রাফালে যুদ্ধবিমান ভূপতিত করার পাকিস্তানি দাবি ‘খারিজ’ করলেন ডাসল্ট এভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার। ফরাসি ম্যাগাজিন ‘চ্যালেঞ্জেস’কে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্র্যাপিয়ান জানান, ভারতে তিনটি রাফালে ধ্বংস করার যে দাবি পাকিস্তানের তরফে করা হয়েছে, তা সম্পূর্ণ ‘ভুল’।

Advertisement

তিনি আরও বলেন, “আধুনিক যুদ্ধ অভিযানের মূল্যায়ন কেবল ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তার উপর ভিত্তি করে করা উচিত নয়। বরং মিশনের উদ্দেশ্য সফল হয়েছে কিনা তার উপর ভিত্তি করেই করা উচিত।” আগেও ভারতের তরফে একই দাবি করা হয়েছিল। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানও একই কথা বলেছিলেন। এবার ভারতের সেই দাবিকেই সমর্থন করল ফ্রান্স। নিঃসন্দেহে এই দাবিতে মুখ পুড়ল পাকিস্তানের। 

২০২০ সালে রাফাল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির পর অপারেশন সিঁদুর ছিল প্রথম বড় রাফাল-নেতৃত্বাধীন অভিযান। ভারতীয় বিমান বাহিনী নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছিল রাফালে যুদ্ধ বিমানের সাহায্যে।

রাফালে যুদ্ধবিমানের সম্পর্কে বলতে গিয়ে ট্র্যাপিয়ার জানান, রাফালে বিশ্বের সবচেয়ে কার্যকরী যুদ্ধবিমানগুলির মধ্যে একটি। যা আমেরিকার এফ ৩৫ বা চিনা যুদ্ধবিমানগুলির তুলনায় আধুনিক। এটি আকাশেপথেই শত্রুকে রুখে দিতে সক্ষম। এমনকী পারমাণবিক বোমা পরিবহণেও সক্ষম। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ