সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে (Pakistan Blast) ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে পর পর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট পাক সেনাঘাঁটি। যদিও বিস্ফোরণে কারণ এখনও জানা যায়নি। স্পষ্ট নয় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে আচমকাই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে শিয়ালকোট সেনাঘাঁটি। পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মনে করা হচ্ছে, সেনাঘাঁটির অন্দরে থাকা অস্ত্রাগারেও আগুন লেগেছে। সেখান থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে যাচ্ছে। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত পাকিস্তানের সেনা বা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
Something is Happening in
Cant— MariA RazAa (@RazaaMaria)
কীভাবে বিস্ফোরণ ঘটল, সেটাও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভুলবশত কোনও ক্ষেপণাস্ত্র থেকেই এই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বিস্ফোরণে ছবি ও ভিডিও। আতঙ্কিত এলাকাবাসী।
Pakistan: Massive explosion heard in Sialkot Cannt area
Read Story |
— ANI Digital (@ani_digital)
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকেই পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। যার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। এদিনের বিস্ফোরণের পিছনেও সেই জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তাৎপর্যপূর্ণ ভাবে, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর এটাই পাকিস্তানে ইসলামিক স্টেটের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, এবার আফগান সীমান্ত পেরিয়ে পাক জমিতেও শিকড় ছড়াচ্ছে সুন্নি জঙ্গি সংগঠনটি। বিশ্লেষকদের একাংশের মতে, ইতিমধ্যে ইসলামাবাদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে জেহাদি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান। এবার আইএস মাথাচাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে আইএসআই কি তবে জেহাদিদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.