Advertisement
Advertisement
Baloch Journalist

পাক সেনার মদতে বালোচিস্তানে খুন সাংবাদিক, স্ত্রী-সন্তানের সামনেই গুলি করে হত্যা

স্বাধীনতার লড়াই রুখতে এবার বালোচিস্তানে সাংবাদিকদের নিশানা পাকিস্তান সরকারের!

Pakistan Army-Linked Militants Kill Baloch Journalist

সাংবাদিক আবদুল লতিফ

Published by: Amit Kumar Das
  • Posted:May 24, 2025 10:57 pm
  • Updated:May 24, 2025 10:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালোচিস্তানের স্বাধীনতার লড়াই রুখতে এবার সাংবাদিকদের নিশানা পাকিস্তান সরকারের! বালোচিস্তানের সাংবাদিক আবদুল লতিফকে গুলি করে খুনের অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। শনিবার লতিফের স্ত্রী ও সন্তানের সামনেই তাঁকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। অনুমান করা হচ্ছে, বালোচিস্তানের মানুষের কণ্ঠস্বর দমনে নারকীয় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

Advertisement

জানা যায়, নিজের প্রতিবেদনে বালোচিস্তানের উপর পাক সেনার বর্বরতার তথ্য তুলে ধরতেন সাংবাদিক লতিফ। যার জেরেই পাকিস্তান সেনার নিশানায় ছিলেন তিনি। যার জেরে একাধিকবার তাঁর পরিবারকে নিশানা করেছে পাক সেনা। মাস খানেক আগে লতিফের ছেলে সাইফ বালুচ ও তাঁর পরিবারের ৭ সদস্যকে জোর করে তুলে নিয়ে যায় পাক সেনা। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারকে নিশানা করার পর এবার ওই সাংবাদিককে হত্যার ঘটনা ঘটল। দৈনিক ইন্তিখাব এবং আজ নিউজ নামে দুই সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ওই সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে বালোচ সংগঠনগুলি।

বালুচ ইয়াকজেহতি কমিটি এক বিবৃতিতে জানিয়ে, শনিবার বালোচিস্তানের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজের বাড়িতেই ছিলেন লতিফ। রাত ৩টে নাগাদ তাঁর বাড়িতে হামলা চালায় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সেখানে স্ত্রী এবং সন্তানদের সামনেই হত্যা করা হয়েছে ওই সাংবাদিককে। স্থানীয় বালোচ সংবাদমাধ্যম এবং বালোচ অধিকার গোষ্ঠীগুলির তরফে জানানো হয়েছে, হামলাকারী জঙ্গিরা এই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিলে এইসব হত্যাকাণ্ড চালাচ্ছে।

সাম্প্রতিক সময়ে, পাক সেনার মদতে একের পর এক বালোচ নেতাকে ও সাংবাদিককে অপহরণ করে হত্যার ঘটনা সামনে এসেছে। গত ১৭ মে ইউনুস রসুল এবং সাজিদ বালুচকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই দিন মধ্যরাতে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাক সেনা। পরে তাঁদের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এর পর সাংবাদিক খুনের ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বালোচিস্তান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ