Advertisement
Advertisement
Operation Sindoor

ভারতের সঙ্গে যুদ্ধে হেরে অদ্ভুত যুক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর, ‘বলির পাঁঠা’ করলেন মুনিরের সেনাকে

হারের পর বিড়ালের মতো খুঁটিতে নিস্ফল আঁচড় কাটছে পাকিস্তান।

Pakistan Defence Minister Khawaja Asif Gives Strange Reason for Losing To India in Operation Sindoor

পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ।

Published by: Amit Kumar Das
  • Posted:July 11, 2025 7:24 pm
  • Updated:July 11, 2025 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঁদুরের মারে কোমর ভেঙেছে পাকিস্তানের। লজ্জার হারের পর এবার বিড়ালের মতো খুঁটিতে নিস্ফল আঁচড় কাটতে শুরু করেছিল পাকিস্তান। দেশের সেনাকে বলির পাঁঠা করে হারের জন্য অদ্ভুত যুক্তি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। পুরনো সেই ভিডিও সম্পরতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি করছেন, আমাদের সেনাবাহিনী ভারতের ছোড়া ড্রোন ইচ্ছে করেই আটকায়নি যাতে আমাদের অবস্থান ওদের কাছে প্রকাশ না পায়। আসিফের এহেন যুক্তি সামনে আসার পর সোশাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করতে শুরু করল খোদ পাকিস্তানের জনতাই।

Advertisement

অপারেশন সিঁদুর চলার পর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছিল শাহবাজ শরিফের সরকার। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, “গতকাল যে ড্রোন হামলা চলেছিল তার উদ্দেশ্য ছিল আমাদের অবস্থান জানা। এটা অত্যন্ত জটিল একটি বিষয়। ফলে এখানে স্পষ্টভাবে সবটা আমি বলব না। তবে সেই ড্রোন আমাদের সেনা আটকায়নি যাতে আমাদের অবস্থান ভারতের কাছে প্রকাশ না হয়।” খোদ প্রতিরক্ষামন্ত্রীর এমন যুক্তি সোশাল মিডিয়ায় প্রকাশ হতেই হাসির রোল ওঠে।

সোশাল মিডিয়ায় সেই ভিডিও তুলে ধরে একজন লিখেছেন, ভারত-পাক যুদ্ধের আপনারা কী কমেডি শো দেখতে চান? আপনাদের মনোরঞ্জনের জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী একটি বয়ান দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, ওরা ভারতের ড্রোন আটকায়নি যাতে ওদের অবস্থান ভারতের কাছে স্পষ্ট না হয়।’ অদ্ভুত এই যুক্তি উপহাসের পাত্র হয়ে উঠেছে গোটা বিশ্বে। যদিও সেই ঘটনার পর ভারতের উপর ব্যাপক হামলা চালানো হয়েছে বলে বারবার দাবি করা হয় পাকিস্তানের বহু নেতার তরফে। কেউ দাবি করেন পাক সেনার হামলায় ভারতের সেনাঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে। কারও দাবি ছিল, পাকিস্তানি সাইবার আক্রমণের কারণে ভারতীয় স্টেডিয়ামের বিদ্যুৎ চলে গেছে, বিমান ধ্বংস হয়েছে। যদিও পাকিস্তানের সেই দাবি যে সর্বৈব মিথ্যা ছিল তা প্রমাণ হয়ে যায়।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ২৬ জন পর্যটকের মৃত্যুর বদলে নিতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। সেই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি। সেই হামলার পালটা ভারতের মাটিতে ড্রোন হামলা চালায় পাক। যার পালটা পাকিস্তানের ১৩টি সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই হারের ব্যাখ্যা দিতে গিয়ে এই যুক্তি তুলে ধরেছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement