সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক নয়। এবার প্রচারমাধ্যমেও বেছে বেছে নিষিদ্ধ করা হচ্ছে পাকিস্তানিদের। পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তান সরকার, সে দেশের বেশ কিছু ইউটিউব চ্যানেলের পর পাক প্রতিরক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেলও বয়কট করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের এক্স হ্যান্ডেল ভারতে ব্লক করা হয়েছে। সংবাদমাধ্যমের একাংশের দাবি, পহেলগাঁও কাণ্ডের পর জম্মু ও কাশ্মীর সম্পর্কে ‘ভুল তথ্য এবং ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগেই কোপ পড়েছে খোয়াজা আসিফের এক্স হ্যান্ডেলে। সোমবারই এক সাক্ষাৎকারে আসিফ দাবি করেছিলেন, ভারত সরকারের ব্যর্থতাতেই এই জঙ্গি হামলা। এটা হওয়ারই ছিল। তারপরই পাক প্রতিরক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডল বয়কট করা হল।
ইতিমধ্যেই প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ ছিল এই চ্যানেলগুলির বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। এর আগে পাকিস্তান সরকারের সরকারি এক্স হ্যান্ডেল ব্লক করা হয়েছে ভারতে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) প্রত্যাঘাতে ইতিমধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিকভাবে আঘাত এনেছে নয়াদিল্লি। সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি সোশাল মিডিয়াতেও নজরদারি চালাচ্ছে ভারত সরকার। কোনওরকম অপপ্রচারের গন্ধ পেলেই সেই অ্যাকাউন্ড নিষিদ্ধ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.