সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তি ঘটিয়ে যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, রাজনৈতিক মহলে তার মিশ্র প্রতিক্রিয়া মিলেছে৷ একাংশ সরকারের পাশে দাঁড়িয়ে সিদ্ধান্তকে সমর্থন করলেও, এর বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই৷ যাঁদের মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লেখিকা অরুন্ধতী রায়, কংগ্রেস এবং বামেরা৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের চূড়ান্ত বিরোধিতা করেছেন এরা প্রত্যেকে৷ আর মোদি বিরোধী এই সুরগুলিকেই এবার নিজ স্বার্থে ব্যবহার করছে পাকিস্তান৷ লাইভ বিতর্ক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী রায়, কংগ্রেস ও বামপন্থীদের পাকিস্তানে ‘সমব্যথী’ বলে দাবি করলেন ওদেশের সাংবাদিক তথা রাজনীতিক মুশাহিদ হোসেন৷
[ আরও পড়ুন: বিক্ষোভকারীদের দখলে হংকং বিমানবন্দর, কড়া হুঁশিয়ারি চিনের ]
জানা গিয়েছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তির বিরোধিতা করে সোমবার একটি বিতর্ক সভার আয়োজন করে পাক সংবাদমাধ্যম জিও টিভি৷ সেখানে আমন্ত্রণ জানানো হয় রাজনীতিক মুশাহিদ হোসেনকে৷ অনুষ্ঠান চলাকালীন শোয়ের সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, ‘‘কীভাবে কাশ্মীরিদের দুর্দশা দূর করা যাবে৷’’ এবং এই প্রশ্নের উত্তরেই কৌশলে ভারতের মোদিবিরোধী সুরকে ইসলামাবাদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করে মুশাহিদ হোসেন৷ বিজেপি বিরোধীদের কাছে টানার চেষ্টা করে এই পাক সাংবাদিক৷ সে জানায়, ‘‘ভারত একটি বড় দেশ৷ অরুন্ধতী রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস, বাম ও দলিত দলগুলি আমাদের সমব্যথী৷ ভারতের সকলে মোদির সঙ্গে নেই৷’’ পাক কূটনীতিকের এই বক্তব্যেই তুঙ্গে উঠেছে বিতর্ক৷
[ আরও পড়ুন: আত্মহত্যা না খুন? এপস্টেইনের মৃত্যুতে উত্তাল আমেরিকা ]
উল্লেখ্য, ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তি ঘটিয়ে কাশ্মীরের পুনর্জন্মে সবচেয়ে বেশি অসন্তুষ্ট পাকিস্তান৷ প্রথম থেকেই নয়াদিল্লির এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব ইসলামাবাদ৷ আন্তর্জাতিক মহলে ভারতে প্যাঁচে ফেলতে কোনও কসুর করেনি ইমরান সরকার৷ রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা, চিন, রাশিয়া সকলের দ্বারস্থ হয়েছে তারা৷ কিন্তু হতাশ হয়েই ফিরতে হয়েছে৷ প্রথমে মধ্যস্থতার বার্তা দিলেও, এখন তাঁর পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ ফলে কাশ্মীর ইস্যুতে কার্যত পরাজয় হয়েছে পাকিস্তানের৷ ভারতের কৌশলের কাছে ধরাশায়ী হয়েছে ইসলামাবাদ৷
Q. “Kashmir ko Azaadi Kaise Milegi?”
— Jammu-Kashmir Now (@JammuKashmirNow)
Pakistani Politican & Geo-Strategist Mushahid Hussain-
“Kai Hindustan ke log aapke (Pakistan) saath sympathizer bhi hain. Arundhati Roy hai, Mamta Banerji hai, Congress party hai, Communist Party……Saare Modi ke saath nahi hain.”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.