Advertisement
Advertisement
Donald Trump

পাকিস্তানে যাচ্ছেন না ট্রাম্প, ভুয়ো খবর ছড়িয়ে ক্ষমাপ্রার্থী পাক সংবাদমাধ্যম

বৃহস্পতিবার দু'টি পাক সংবাদমাধ্যম দাবি করে, সেপ্টেম্বরে সেদেশে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।

Pakistan media apologized after announcing Donald Trump's visit

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 18, 2025 9:56 am
  • Updated:July 18, 2025 9:56 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দু’টি পাক সংবাদমাধ্যম দাবি করে, সেপ্টেম্বরে সেদেশে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কয়েকঘণ্টার মধ্যেই জিও নিউজ এবং এআরওয়াই নিউজের তরফে ক্ষমা চেয়ে জানানো হয়, এখনই ট্রাম্পের পাক সফরের কোনও সম্ভাবনা নেই।

Advertisement

বৃহস্পতিবার ইসলামাবাদের দু’টি সংবাদমাধ্যম দাবি করে, সেপ্টেম্বর মাসেই পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পাকিস্তানের তরফে সরকারিভাবে এবিষয়ে কিছু জানানো হয়নি। রাত বাড়তেই ভুল স্বীকার করে দুই সংবাদসংস্থা। ক্ষমা চেয়ে তারা জানায়, বিদেশমন্ত্রকের থেকে নিশ্চিত না করেই খবরটি প্রকাশ করা হয়েছিল। কিন্তু পাক বিদেশমন্ত্রক পরে জানিয়েছে আপাতত ট্রাম্পের সফরের পরিকল্পনা নেই।

বিষয়টি নিয়ে মুখ খুলেছে হোয়াইট হাউসও। এক মার্কিন অধিকারিক জানিয়েছেন, “পাক সফর নিয়ে এবার কোনও দিনক্ষণ ঠিক করা হয়নি।” ইসলামাবাদের মার্কিন দূতাবাসও জানিয়েছে ট্রাম্পের পাক সফর নিয়ে কিছু বলার নেই। একই মন্তব্য পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র শফাকত আলি খানেরও।

প্রসঙ্গত, ২০০৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ পাকিস্তানের মাটিতে পা রেখেছিলেন। তারপর থেকে আর কোনও মার্কিন প্রেসিডেন্টই পাক সফরে যাননি। পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর ট্রাম্প এবং পাকিস্তানের সখ্য একাধিকবার প্রকাশ্যে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট বরাবর বলে এসেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত তিনিই থামিয়েছেন। বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত রুখে দেওয়ার কৃতিত্ব তাঁকে দেওয়া উচিত বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। নয়াদিল্লি সেই দাবি খারিজ করে দিলেও পাকিস্তান প্রকাশ্যে ট্রাম্পের সেই দাবি মেনে নিয়েছে। শুধু মেনে নেওয়াই নয়, আগামী দিনে আমেরিকার সাহায্য পাওয়ার আশায় ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্যও সুপারিশ করেছে ইসলামাবাদ। কিন্তু তাঁর সফর ঘিরে ভুয়ো খবর ছড়াল প্রথমসারির পাক সংবাদমাধ্যমগুলি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ