সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঁদুরে ভারতের হাতে জোরালো থাপ্পড় খেয়ে ফুঁসছে পাকিস্তান। বাতিল করা হয়েছে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি। এই অবস্থায় আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িতে ট্রাম্পের কোলে বসে লাগাতার ভারতকে হুমকি দিয়ে চলেছে ইসলামাবাদ। পাক সেনাপ্রধান আসিফ মুনিরের পর এবার নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতকে শত্রু আখ্যা দিয়ে শাহবাজের হুমকি, পাকিস্তানের এক ফোঁটা জলও কেড়ে নেওয়ার চেষ্টা করলে উচিৎ শিক্ষা দেওয়া হবে।
গত মঙ্গলবার ইসলামাবাদে এক জনসভায় উপস্থিত হয়ে কড়া সুরে ভারতকে হুঁশিয়ারি দেন শাহবাজ। তিনি বলেন, “আজ আমাদের শত্রুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি আটকে দেওয়ার দেওয়ার চেষ্টা করেন তবে তার ফল ভালো হবে না। পাকিস্তানের প্রাপ্য একফোঁটা জলও আপনারা কেড়ে নিতে পারবেন না। তারপরও যদি কোনও পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে এমন শিক্ষা দেব যে সারা জীবন পস্তাবেন।” অর্থাৎ সিন্ধুর জল আটকে দিলে সরাসরি যুদ্ধ বলে বার্তা দিলেন শাহবাজ। অবশ্য শাহবাজ একা নন, সম্প্রতি এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির ও প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ সিন্ধুর উপর বাঁধ প্রসঙ্গে মুনির আরও বলেন, ‘‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু ভারতের পৈতৃক সম্পত্তি নয়। আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই।’’ পাশাপাশি সিন্ধুর জলে নিজেদের অধিকার দাবি করে ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে ভুট্টো বলেন, “যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু নদীর উপর কোনওরকম কাটাছেঁড়া করেন তাহলে তা হবে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আমাদের সভ্যতার উপর হামলা।” পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী আরও বলেন, “যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদির মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব আমরা।”
সবমিলিয়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই লাগাতার হুমকির বহর দেখে রাজনৈতিক মহলের দাবি, আসলে ভারতের হাতে চড় খেয়ে ফুঁসছে পাকিস্তান। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে আমেরিকাকে পাশে চেয়েছেন শাহবাজ। বালোচিস্তানে তেলের খনির টোপ দিয়ে আমেরিকার মন জিতেছে পাকিস্তান। মার্কিন স্বার্থের কাছে মাথা ঝুঁকিয়ে সম্পন্ন করেছে বাণিজ্য চুক্তি। পাকিস্তানের এমন আনুগত্যে কিছুটা হলেও মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মন জিতেই ভারতের বিরুদ্ধে লম্ফঝম্প করতে শুরু করেছে তারা।
প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি সই করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ, ভারতের ২০ শতাংশ। তবে চুক্তির শর্ত অনুযায়ী, ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না। কিন্তু দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল, সিন্ধু জলচুক্তিতে সংশোধন করতে হবে। এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নালিশ জানানো পাকিস্তানের কূটনৈতিক কৌশল হয়ে ওঠে। গতবছর সেপ্টেম্বর মাসে এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাদকে কড়া নোটিসও পাঠায় ভারত। তবে পহেলগাঁও হামলার পরে সিন্ধু জলচুক্তি নিয়ে চরম পদক্ষেপ করেছে ভারত। ভারতের এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলে আগেই তোপ দেগেছে পাকিস্তান। আর এবার এই ইস্যুতে ফের হুঙ্কার শোনা গেল পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রীর গলায়। যদিও ভারত সেই হুমকিকে বিশেষ পাত্তা দিতে নারাজ। এখন দেখার আগামী দিনে এই জল কতদূর গড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.