Advertisement
Advertisement

Breaking News

India Pakistan Conflict

চিনের ছবি ‘চুরি’ করে ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধজয়ে’র প্রচার! ফের বিপাকে ‘মিথ্যেবাদী’ পাকিস্তান

'সফল' অপারেশন বুনইয়ান উল মারসুসের ছবি শাহবাজকে দেন মুনির।

Pakistan reportedly used China drill image as their success in recent conflict with India
Published by: Anwesha Adhikary
  • Posted:May 26, 2025 1:12 pm
  • Updated:May 26, 2025 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার নিজেদের মিথ্যাচারে নিজেরাই অস্বস্তিতে পড়ল পাকিস্তান! ভারতের (India) অপারেশন সিঁদুরের পর পালটা বুনইয়ান উল মারসুস অভিযান শুরু করে ইসলামাবাদ। সেই অভিযানে সাফল্যের প্রমাণ হিসাবে একটি ছবি পাক (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের হাতে তুলে দেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সেই ছবিতেই ফের ধরা পড়েছে ইসলামাবাদের মিথ্যাচার, বলছে নেটদুনিয়া।

Advertisement

সম্প্রতি ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পরেই একটি হাই প্রোফাইল নৈশভোজের আয়োজন করেছিলেন মুনির। সেখানে শাহবাজ ছাড়াও পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, বিদেশমন্ত্রী ইশাক দার-সহ একাধিক রাজনৈতিক নেতা। অপারেশন বুনইয়ান উল মারসুসের সাফল্য উদযাপনে নৈশভোজে জড়ো হন সকলে। সেখানেই অপারেশন বুনইয়ান উল মারসুসের ছবি শাহবাজকে দেন মুনির। নৈশভোজের সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বিরাট কটাক্ষের মুখে পড়েছে পাক সেনাপ্রধানের এই কাণ্ড।

ছবিটি দেখেই নেটিজেনদের অধিকাংশ দাবি করেছেন, এটা মোটেই অপারেশন বুনইয়ান উল মারসুসের ছবি নয়। বরং চিনের ক্ষেপণাস্ত্র মহড়ার ছবি। বছর চারেক আগে সামরিক মহড়ার এই ছবিটি প্রকাশ করেছিল পিএলএ। সেটাই ডাউনলোড করে বাঁধিয়ে দেওয়া হয়ে বলে মত নেটদুনিয়ার। চিনা সেনাবাহিনীর পিএইচএল-০৩ রকেট লঞ্চারকে ভারতের বিরুদ্ধে সাফল্য হিসাবে তুলে ধরছে পাক সেনা, এমনটাই বলছে নেটদুনিয়া। বুনইয়ান উল মারসুস অভিযান যদি সত্যিই ঘটে থাকে তাহলে তার ছবি পাক সেনার হাতে নেই কেন, উঠছে সেই প্রশ্নও।

প্রসঙ্গত, ইসলাম ধর্মগ্রন্থ কোরান থেকে নেওয়া ‘বুনইয়ান উল মারসুস’ একটি আরবি শব্দ। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় সীসার তৈরি দেওয়াল। ইসলামাবাদ নিজেদের এক অভেদ্য দেওয়াল বলে প্রমাণ করার চেষ্টা করছে। ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানে যে কোনও ক্ষয়ক্ষতি হয়নি সেই বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে তারা। কিন্তু সেই অপারেশনের ছবি প্রকাশ ঘিরেই অস্বস্তিতে পাকিস্তান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement