সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস সর্বস্ব পাকিস্তানের কুকীর্তি ফের প্রকাশ্যে। অপারেশন সিঁদুরে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরে ধ্বংস হওয়া জঙ্গি ঘাঁটিগুলির পুনর্নির্মাণ শুরু করল শাহবাজ সরকার। সরকারি অর্থ জঙ্গিদের স্বার্থে ব্যয় করার ঘটনা বিশ্বমঞ্চে আবারও নগ্ন করল শত্রু প্রতিবেশীকে। একইসঙ্গে কাঠগড়ায় তুলল সেইসব বিশ্ব সংস্থাগুলিকে, যারা সন্ত্রাসের মদতদাতার ভিক্ষার ঝুলিতে ডলার গুঁজে দিয়েছিল।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটা জবাবে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত সরকার। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় ভারতের তরফে। সন্ত্রাসকে জবাব দিতেই ভারতের তরফে চালানো হয়েছিল এই হামলা। তবে ভারতীয় সেনার মার খেয়েও হুঁশ ফেরেনি পাকিস্তানের। গোয়েন্দা সূত্রে খবর, ভারতের হামলার জঙ্গিদের যে সব লঞ্চপ্যাড ধ্বংস হয়েছিল সেগুলি সারাইয়ের কাজ শুরু হয়েছে। সরাসরি পাক সরকার অর্থ যোগাচ্ছে এই জঙ্গিঘাঁটি পুনর্নির্মাণে। পাক সেনা ও আইএসআইয়ের যৌথ উদ্যোগে নতুন করে গড়ে উঠছে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ও পরিকাঠামো। শুধু তাই নয়, নিয়ন্ত্রণরেখার ঘন জঙ্গল এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে জঙ্গিদের নিরাপত্তায়। যাতে ভারতের রাডার ও স্যাটেলাইট সেগুলিকে চিহ্নিত করতে না পারে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, লুনি, পুটওয়াল, টিপু পোস্ট, জামিল পোস্ট, উমরানওয়ালি, চাপরার ফরোয়ার্ড, ছোটা চক এবং জাংলোরা-সহ ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থানে পুনর্গঠনের কাজ জোর কদমে শুরু হয়েছে। ভারতের হামলা এড়িয়ে জঙ্গি প্রশিক্ষণে যাতে খামতি না থাকে তার জন্য পাক সেনার নিরাপত্তায় ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে চলছে প্রশিক্ষণ। প্রতিটি শিবির এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সেখানে মাত্র ২০০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। ভারতের অপারেশন সিঁদুরের অন্যতম টার্গেট ছিল বাহাওয়ালপুর। সম্প্রতি সেখানে পাক সেনার সঙ্গে জঙ্গি সংগঠনগুলির বৈঠকও হয়েছে এই বৈঠকে ছিল জইশ, লস্কর, হিজবুল মুজাহিদিন, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট ও আইএসআই-এর শীর্ষ কর্তারা।
পাকিস্তান যে এই পথেই হাঁটবে তা আগেই জানিয়ে বিশ্বকে সতর্ক করেছিল ভারত। আর্থিক দুর্দশার জেরে শাহবাজ সরকারের ভিক্ষার ঝুলি ভরিয়ে দিয়েছিল আইএমএফ ও এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (ADB)। এডিবির তরফে পাকিস্তানকে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দেওয়া হয়। অন্যদিকে, আইএমএফ পাকিস্তানকে ঋণ দেয় ৭ বিলিয়ন ডলার। শুরু থেকেই যার বিরোধিতা করে ভারত। এবার সন্ত্রাসবাদীদের ঘাঁটি পুনর্নির্মাণে পাকিস্তান সরকারের এই মদত কাঠগড়ায় তুলছে বিশ্ব সংস্থাগুলিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.