Advertisement
Advertisement
Pakistan

পাকিস্তান থেকে ছোড়া ‘ব্রহ্মাস্ত্রে’ ঘায়েল আমেরিকা! গোপনে পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইসলামাবাদ!

'অপারেশন সিঁদুরে'র পরে পরমাণু অস্ত্রের ভাণ্ডার বাড়াতে উঠেপড়ে লেগেছে ইসলামাবাদ।

Pakistan working on long-range nuclear ballistic missile that can reach America
Published by: Kishore Ghosh
  • Posted:June 25, 2025 3:24 pm
  • Updated:June 25, 2025 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে আন্তমহাদেশীয় আনবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইসলামাবাদ। যা পাকিস্তান থেকেই সাগর-পাহাড় ডিঙিয়ে আঘাত হানবে সুদূর মার্কিন মুলুকে। সম্প্রতি আমেরিকার গুপ্তচর সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে আরও বলা হয়েছে, ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পরেই চিনের সাহায্য়ে পরমাণু অস্ত্রের ভাণ্ডার বাড়াতে উঠেপড়ে লেগেছে ইসলামাবাদ।

Advertisement

হোয়াইট হাউসের আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদি পাকিস্তান বাস্তবেই এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলে, তবে ওয়াশিংটন এশিয়ার এই দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ ঘোষণা করবে। কোনও দেশের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে এবং সেই দেশটি যদি আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তবে সেই দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে ওয়াশিংটন। বর্তমানে রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়া ট্রাম্পের দেশের এই তালিকায় রয়েছে।

পাকিস্তান বরাবর দাবি করে এসেছে, তাদের পরমাণু কর্মসূচি মূলত ভারতকে রোখার জন্যে। সাধারণত স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতেই মননিবেশ করে থাকে তারা। ২০২২ সালে ভূমি থেকে ভূমি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইসালামবাদ। যেগুলি সর্বোচ্চ ২৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ এই অস্ত্রে ভারতের শহরগুলিতে হামলা করা সম্ভব। সেখানে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পাল্লা হতে পারে ৫৫০০ কিলোমিটার অবধি।

বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে আমেরিকা যাতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধ্বংসের কৌশল না নেয়, তার জন্যেই এই দূরপাল্লার আনবিক ক্ষেপণাস্ত্র তৈরির ভাবনা পাকিস্তানের। পাশাপাশি আমেরিকা যাতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতে কোনওভাবেই ভারতের পক্ষ না নেয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ইসলামাবাদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement