সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে দেশ নিজেরাই আভ্যন্তরীন নানান সমস্যা নিয়ে প্রতিমুহূর্তে জর্জরিত। লোডশেডিং নিয়ে দেশের নাগরিকরা উঠতে বসতে যে সরকারকে তুলোধনা করে। এবার সেই দেশেরই প্রতিরক্ষামন্ত্রী এক আজব দাবি করে বসলেন। পাক সংসদে দাঁড়িয়ে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, আইপিএল চলাকালীন হ্যাক করে ভারতীয় স্টেডিয়ামের আলো নিভিয়ে দিয়েছিল পাক হ্যাকাররা। আর ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে।
পাক সংসদে দাঁড়িয়ে আসিফ বলেন, “ভারতে আইপিএল ম্যাচ চলাকালীন পাকিস্তানের সাইবার যোদ্ধারা স্টেডিয়ামের সমস্ত লাইট হ্যাক করে বন্ধ করে দিয়েছিল।” এমনকী ভারতীয় বাঁধগুলির অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিকে পাক প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য নিয়ে নানান কথা বলতে শুরু করেছেন নেটনাগরিকরা।
“Our cyber warriors hacked stadium floodlights during IPL & Indian Dam gates”
TECHNOLOGIA 💀😂
— BALA (@erbmjha)
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। যার বেশিরভাগই ছিলেন পর্যটক। সেই হামলার পালটা ৬-৭ এপ্রিল ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেয় পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসের আঁতুড়ঘর। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় দুই দেশ। পালটা কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বেপরোয়া ড্রোন হামলা শুরু করে পাক সেনা।
সেই সময়ই ২০২৫ সালের আইপিএলের গ্রুপ পর্যায়ের খেলা চলছিল। ৮ মে পাকিস্তানের তরফে ড্রোন হামলা করা হলে নিরাপত্তার কথা চিন্তা করে মাঝপথেই খেলা বন্ধ করে দেওয়া হয় ভারত-পাক সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের ধরমশালা স্টেডিয়ামে। ফ্লাডলাইট বন্ধ করে পুরোপুরি ব্ল্যাকআউট করা হয় পুরো স্টোডিয়াম। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। স্টেডিয়ামে থাকা ক্রিকেটারদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি দর্শকদেও নিরাপদে স্টেডিয়াম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই কয়েকদিনের জন্য আইপিএলের বাকি ম্যাচগুলি বন্ধ রাখার কথা জানানো হয়। এরই মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হলে পুনরায় ম্যাচ শুরু করা হয়। ফাইনালে ওঠে আরসিবি ও পাঞ্জাব কিংস। ১৮ বছরের খরা কাটিয়ে কাপ জেতে বিরাট কোহলির আরসিবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.