Advertisement
Advertisement
Donald Trump

‘ট্রাম্প আমার জন্মদাতা’, পাকিস্তানে খোঁজ মিলল আমেরিকার হবু প্রেসিডেন্টের মেয়ের!

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হয়েছে ।

Pakistani Woman is Claiming To Be Donald Trump's Daughter
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 13, 2024 9:11 pm
  • Updated:November 14, 2024 10:26 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারি, নির্বাচন পরবর্তী হিংসা, গোপন নথি হাতানোর মতো নানা অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বহুবার বিতর্কে জড়িয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। এবার জানা গেল পাকিস্তানে নাকি তাঁর মেয়ে রয়েছে! সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পাকিস্তানি এক মহিলা নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করেছেন। ঝড়ের বেগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisement

গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই ভোটে ডেমোক্র্যাটদের ধরাশায়ী করে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ফের একবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন তিনি। এর মাঝেই এক পাকিস্তানি মহিলা নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করেছেন। ভিডিওতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসাবে পরিচয় দিয়ে ওই মহিলার দাবি, ট্রাম্প তাঁর জন্মদাতা বাবা। ট্রাম্প তাঁর মাকে দায়িত্বজ্ঞানহীন বলে অপমান করেছিলেন। এমনকি তাঁর মা সন্তানের সঠিকভাবে যত্ন নিতে অক্ষম বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ওই মহিলা চান ট্রাম্প তাঁকে মেয়ে হিসাবে গ্রহণ করুন এবং ফিরে আসুন। যদিও গোটা ভিডিওতে তিনি উর্দুতে কথা বলেছেন। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)

ভিডিওটি সোশাল মিডিয়াতে ভাইরাল হতেই নানা মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। একজন ভিডিওর নিচে লেখেন, ‘পাকিস্তানেই এইসব হওয়া সম্ভব। যেখানে কেউ নিজেকে এমনভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্পকে নিজের বাবা বলে দাবি করবে!’ অন্য আর একজনের মন্তব্য, ‘আমি অনেকদিন এইভাবে হাসিনি। আপনাকে অনেক ধন্যবাদ।’ ইতিমধ্যে ওই ভিডিওটি সাড়ে ৫ লক্ষ ভিউ হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতে শুরু হয়েছে নানা আলোচনাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ