Advertisement
Advertisement
Ishaq Dar

মার্কিন চাপে নতিস্বীকার, টিআরএফকে জঙ্গি ঘোষণায় আপত্তি নেই, জানাল পাকিস্তান

টিআরএফ নিয়ে সুর বদল পাকিস্তানের।

Pakistan's Deputy PM Ishaq Dar Flip-Flops on TRF's Designation As A Terror Group
Published by: Subhodeep Mullick
  • Posted:July 27, 2025 10:55 am
  • Updated:July 27, 2025 11:01 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষমেষ আমেরিকার চাপে মাথা নত করতে হল পাকিস্তানকে। ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ বা টিআরএফের জঙ্গিতালিকাভুক্তি নিয়ে আপত্তি নেই, এমনটাই জানাল ইসলামাবাদ।

Advertisement

সম্প্রতি ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশক দার বলেন, “টিআরএফকে জঙ্গিতালিকাভুক্ত করেছে আমেরিকা। তাদের এই সিদ্ধান্তে আমাদের কোনও আপত্তি নেই। যদি তাদের কাছে কোনও প্রমাণ থাকে যে পহেলগাঁও হামলায় জড়িত টিআরএফ, তাহলে আমরা আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।” তবে টিআরএফের সঙ্গে লস্কর-ই-তৈবার যোগ মানতে নারাজ দার। তাঁর বক্তব্য, “লস্করের এখন কোনও অস্তিত্ব নেই। পাকিস্তান বহু বছর আগেই সংগঠনটিকে ধ্বংস করে দিয়েছে। জঙ্গিরা জেলে বন্দি।”     

পহেলগাঁওয়ে হামলা চালানো ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ বা টিআরএফকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আমেরিকার তরফে বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসদমন এবং জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার পক্ষে বারবার সওয়াল করেছে ভারত। টিআরএফকে জঙ্গি ঘোষণা করার বিষয়টিও সন্ত্রাসদমনে ভারত-আমেরিকার সহযোগিতার প্রতিফলন। সঠিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে টিআরএফকে নিয়ে।’ মার্কিন ওই বিবৃতিকে প্রত্যাশিতভাবেই স্বাগত জানায় নয়াদিল্লি। ভারত জানায়, সন্ত্রাসদমনে আমেরিকার সঙ্গে ভারতের নিবিড় সহযোগ রয়েছে। সেটারই প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।

আমেরিকার এই ঘোষণার পরই টিআরএফের ‘ঢাল’ হয়ে দাঁড়ায় পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশক দার বলেন, “আমরা টিআরএফকে অবৈধ বলে মনে করি না। টিআরএফ যদি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা করে থাকে তবে তার প্রমাণ দেওয়া হোক। টিআরএফের দায় প্রমাণ হলে সব অভিযোগ আমরা মেনে নেব। তবে যতক্ষণ না প্রমাণ দেওয়া হচ্ছে ততক্ষণ এই অভিযোগ আমরা মানব না।” এই পরিস্থিতিতে ইসলামাবাদের আচমকা সুর বদল নিয়ে উঠছে প্রশ্ন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মনে, আমেরিকার চাপেই নতিস্বীকারে বাধ্য হয়েছে শাহবাজ শরিফের দেশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ