Advertisement
Advertisement
Pakistan

বালোচিস্তানের জাফার এক্সপ্রেস ফের হামলা, ভয়ংকর বিস্ফোরণে লাইনচ্যুত ৬টি কামরা

৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনটিতে।

Pakistan’s Jaffar Express struck in latest Balochistan attack
Published by: Amit Kumar Das
  • Posted:September 24, 2025 1:22 pm
  • Updated:September 24, 2025 1:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালোচিস্তানের জাফার এক্সপ্রেসের ফের হামলা। ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হল ট্রেনের ৬টি কামরা। মঙ্গলবার এই ঘটনা ঘটে বালোচিস্তানের মাস্তুং জেলার দাশ্ত অঞ্চলে। দুর্ঘটনার সময় ৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনটিতে। ফলে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের মার্চ মাসের পর ফের একবার হামলার শিকার হল ট্রেনটি।

Advertisement

জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। পথে দাশ্ত অঞ্চলে হামলার শিকার হয় ট্রেনটি ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ট্রেনের ৬টি কামরা লাইনচ্যুত হয়। ঘটনার জেরে আহত হয়েছেন বহু যাত্রী। তাঁদের উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, আইইডি বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনও সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় নেয়নি। যে এলাকায় এই হামলা চলেছে সেখানে বালোচ বিদ্রোহীদের ঘাঁটি। ফলে অনুমান করা হচ্ছে হামলার নেপথ্যে রয়েছে বালোচরাই। এদিকে রিপোর্ট বলছে, এই নিয়ে চলতি আগস্ট মাসে ৫ বার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটল।

উল্লেখ্য, গত মার্চ মাসে বালোচিস্তানের বোলানে জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। দীর্ঘ অভিযানের পর পাক সেনার তরফে দাবি করা হয় সব বিদ্রোহীদের হত্যা করে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। যদিও পালটা বিদ্রোহীদের তরফে জানানো হয়, ৪৮ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর ২১৪ জন পণবন্দিকে হত্যা করা হয়েছে। এরা সকলেই পাক সেনার সঙ্গে যুক্ত ছিলেন। এরপর গত ১০ আগস্ট ফের হামলার শিকার হয়েছিল জাফার এক্সপ্রেস। সেবার ট্রেনের ৫টি কামরা লাইনচ্যুত হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ