দুর্ঘটনাগ্রস্থ হওয়ার পর জাফার এক্সপ্রেস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে বালোচ বিদ্রোহীদের নিশানায় জাফর এক্সপ্রেস! বুধবার সকালে পাকিস্তানের জাকোবাবাদে ব্যাপক বিস্ফোরণের পর লাইনচ্যুত হল জাফর এক্সপ্রেসের ৬টি কামরা। দুর্ঘটনার পর হতাহতের কোনও তথ্য এখনও জানা যায়নি। জানা যাচ্ছে, কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। তখনই ঘটে এই ঘটনা।
পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত জাকোবাবাদ। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কোয়েটার উদ্দেশে যাওয়ার সময় এখানেই এক পশু হাটের কাছে হঠাৎ রেললাইনে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই লাইনচ্যুত হয় জাফার এক্সপ্রেস। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন রেল আধিকারিক ও পাক সেনা। কীভাবে এই বিস্ফোরণ তার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই ঘটনার পিছনে হাত রয়েছে বালোচ বিদ্রোহীদের। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।
NEWSFLASH: Four bogies of the Peshawar to Quetta Jaffar Express derailed after an explosion near Jacobabad. No casualties reported.
The Jaffar Express was hijacked by terrorists earlier in the year near Sibi.
— Khabar Kada (@KhabarKada)
উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার বড় হামলা হল জাফর এক্সপ্রেসে। এর আগে গত মার্চ মাসে জাফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ লিবারেশন আর্মি। বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফর এক্সপ্রেস। পাক সেনাকর্মী থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। প্রায় ৫০০ যাত্রী-সহ এই ট্রেনের দখল নেয় বালোচ বিদ্রোহীরা। পণবন্দি করা হয় ট্রেনে থাকা পাক সেনাদের। পালটা বালোচদের বিরুদ্ধে অভিযান চালায় পাক সেনা। সেই ঘটনায় মৃত্যু হয় ৬৪ জনের। যার মধ্যে ছিলেন, ১৮ জন পাক সেনা ও ৩৩ জন বিদ্রোহী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.