Advertisement
Advertisement
Gaza

‘আই লাভ ইউ ট্রাম্প’, ‘দুর্ভিক্ষে’র গাজায় মার্কিন ত্রাণ পৌঁছতেই উল্লাস প্যালেস্তিনীয়দের!

এক্স হ্যান্ডেলে গাজার ত্রাণ শিবিরের ভিডিও শেয়ার করলেন হোয়াইট হাউসের সংবাদ সচিব।

Palestinians cheer ‘I love you Trump’ as US-backed aid reaches Gaza
Published by: Kishore Ghosh
  • Posted:June 30, 2025 6:40 pm
  • Updated:June 30, 2025 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন সমর্থিত স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ পৌঁছতেই গাজার মাটিতে ট্রাম্পের নামে জয়ধ্বনী উঠল। অভুক্ত অসহায় প্যালেস্তিনীয়দের মুখে শোনা গেল—‘আই লাভ ইউ ট্রাম্প’ (ট্রাম্প তোমাকে আমি ভালোবাসি)। এক্স হ্যান্ডেলে গাজার ত্রাণ শিবিরের ভিডিও শেয়ার করেছেন হোয়াইট হাউসের সংবাদসচিব ক্যারোলিন লিভিট।

সম্প্রতি বেশ কয়েক মাসের অপেক্ষার পর মার্কিন সমর্থিত স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য পৌঁছায় গাজায়। উল্লেখ্য, কিছুদিন আগেই যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল রাষ্ট্রসংঘ। এই অবস্থায় সেখানে ত্রাণ পৌঁছাতেই উল্লসিত হন স্থানীয়রা। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ‘ওপেন সোর্স ইন্টেলিজেন্সে’র এক্স হান্ডেলে। সেখানে ক্যাপশানে লেখা হয়েছে, “আমেরিকা এবং ইজরায়েল সমর্থিত জিএইচএফ (স্বেচ্ছাসেবী সংগঠন)-এর গাজায় ত্রাণ বিতরণের সময় প্যালিস্তিনীয়রা ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানালেন।” ধ্বনি উঠল—“আই লাভ ইউ ট্রাম্প”, “আই লাভ ইউ ডোনাল্ড”।

রবিবারই ইজরায়েলকে ট্রাম্প অনুরোধ করেন, তারা যেন হামাসের সঙ্গে চুক্তি করে। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “গাজায় (শান্তি) চুক্তি করুন। পণবন্দিদের ফিরিয়ে আনুন।” এর মধ্যে বেঞ্জামিন নেতানিয়াহুর মুখেও ইতিবাচক কথা শোনা গিয়েছে। তাঁর বক্তব্য, ইরানে যুদ্ধবিরতি “অনেক সুযোগ” খুলে দিয়েছে, গাজা থেকে অবশিষ্ট পণবন্দিদের ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement