সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে ফের বিমান বিভ্রাট! নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই জরুরি অবতরণ করতে হল মেক্সিকো থেকে লন্ডনগামী বিমানকে। জানা গিয়েছে, বিমানের মধ্যে থাকা দুই যাত্রীর মারামারির জেরে জরুরি ভিত্তিতে আমেরিকায় অবতরণ করে বিমানটি।
সংবাদ সংস্থা বিবিসি সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনা গত মঙ্গলবারের। ২৬৭ জন যাত্রী নিয়ে মেক্সিকোর কানকুন বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। তবে যাত্রাপথে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে অশান্তি চরম আকার নেয়। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় বাধ্য হয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। শেষে আমেরিকার বাঙ্গোর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এদিকে কেবিন ক্রুদের কাজের সময় শেষ হয়ে যাওয়ায় রাতে সেখানেই থাকে বিমানটি। পরদিন সকালে অর্থাৎ বুধবার অভিযুক্তদের যাত্রীদের বিমান থেকে নামিয়ে ফের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বিমানটি।
এই ঘটনা প্রসঙ্গে মার্কিন মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)’র তরফে জানানো হয়েছে, দুই যাত্রীর মারামারির জেরে টিইউআই-এর একটি বিমান আমেরিকায় জরুরি অবতরণ করে। অভিযুক্তদের বিরুদ্ধে আমাদের তরফে কোনওরকম আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত ওই দুজনকে বিমান থেকে নামিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পরদিন বিমানটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
এই ঘটনার পাইলট ও বিমান পরিচালন কর্তৃপক্ষের একটি অডিও কথোপকথন সামনে এসেছে। অবতরণের আগে সেই অডিওতে পাইলটকে বলতে শোনা যাচ্ছে, ‘ককপিট নিরাপদ, তবে দুই যাত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। ক্রুরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।’ এর পালটা বিমান ট্রাফিক কন্ত্রলের তরফে জানানো হয়, অবতরণের পর বিমানটির কাছে নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.