সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ তেল কেনা নিয়ে ভারতকে একাধিকবার আক্রমণ করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। এবার তাঁকেই কাঠগড়ায় তুললেন আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তাঁর দাবি, একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে তিনি দুই রাষ্ট্রনায়কের মধ্যে ঝগড়া লাগাতে চেয়েছিলেন!
ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”আমি আশা করেছিলাম যে দুই রাষ্ট্রনেতা কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। যেমন চিনের মোকাবিলা করা কিংবা এই শতাব্দীর বাকি সময় ধরে আমরা যে বিরাট হুমকির মুখোমুখি হচ্ছি সেটার মোকাবিলা করা। কিন্তু পিটার কেবলই ভারতের বাণিজ্য কৌশলকে কতটা অন্যায্য বলে মনে করেন সেটা নিয়ে কথা বলতে চাইছিলেন। আমি যদিও ব্যবসায়ীদের এমন করতে দেখেছি। বাণিজ্য বিষয়গুলিতে সর্বদা অভিযোগ থাকে। আসলে বিষয়বস্তুটাই তেমন।”
সম্প্রতি নয়াদিল্লির বিরুদ্ধে আজব অভিযোগ করতে দেখা গিয়েছিল নাভারোকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন ‘ভারত কেবল মুনাফার জন্য রাশিয়া থেকে তেল কিনছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে আগে নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনেনি। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে। ইউক্রেনীয়দের হত্যা করা বন্ধ করুন। আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়া বন্ধ করুন।’ দিনকয়েক আগে নাভারো বলেন, “ভারতের রুশ তেলের দরকার নেই। কেবল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্যই রুশ তেল কিনছে ভারত।”
তাঁর মতে, ২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করল, তার আগে ভারত নিজেদের প্রয়োজনের মাত্র ১ শতাংশ তেল কিনত রাশিয়া থেকে। কিন্তু বর্তমানে সেটা ৩৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আসলে ভারতের রুশ তেলের দরকার নেই। এখন ওরা মুনাফা লোটার ছক কষছে। ক্রেমলিনের লন্ড্রি হিসাবে কাজ করছে ভারত।”
ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলেও তোপ দাগতে দেখা যায় তাঁকে। এবার নিজের দেশেই সমালোচিত হতে হল তাঁকে। জন বোল্টনের দাবি, কোনও ঘরে নাভারোকে আটকে রাখলে নিজের সঙ্গেই ঝগড়া শুরু করে দেবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.