সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার টেক্সাসে। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার ট্যারান্ট কাউন্টির হিক্স এয়ারফিল্ডের কাছে একটি ছোট বিমান ট্রাকের উপর আছড়ে পড়ে। ভয়ংকর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অন্তত ১০টি ট্রাকে আগুন ধরে যায়।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ১.৩০ নাগাদ ওই বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল কিং এয়ারের একটি ছোট বিমান। আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই সেটি আছড়ে পড়ে। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায়। বিমানবন্দরের পাশে যেখানে এই দুর্ঘটনা ঘটে সেখানে পার্ক করা ছিল একাধিক ট্রাক। দুর্ঘটনায় সেগুলি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগ। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
BREAKING
Fort Worth, Haslet, and Saginaw Fire Departments are responding to a plane crash in the 12700 block of N. Saginaw Blvd, just north of Hicks Airfield, Texas.
The incident involves multiple tractor-trailers engulfed in flames, producing heavy black smoke.
— American Press (@americanspress)
বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার উপর দাউদাউ করে জ্বলছে ট্রাক। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।
এই ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনা নাকী পাইলটের ভুলের জন্য তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার তদন্ত সময় সাপেক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.