Advertisement
Advertisement
PM Modi

দ্বিপাক্ষিক বৈঠকে চার্লস-মোদি, রাজাকে গাছ উপহার প্রধানমন্ত্রীর

দু'দিনের ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।

PM Modi meets King Charles at Sandringham House during UK visit
Published by: Biswadip Dey
  • Posted:July 24, 2025 11:40 pm
  • Updated:July 24, 2025 11:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি সাক্ষাৎ করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। তাঁকে একটি গাছ উপহার দিলেন প্রধানমন্ত্রী। উপহার হিসেবে ‘সোনোমা ডাভ ট্রি’ দেওয়ার পিছনে আসলে রয়েছে মোদির ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি। স্যান্ডরিংহ্যাম হাউসে সাক্ষাৎ হয় চার্লস-মোদির। এই গুরুত্বপূর্ণ সফরের পর মোদির পরবর্তী গন্তব্য মালদ্বীপ।

Advertisement

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আয়ুর্বেদ, যোগ ও মিশন লাইফ (পরিবেশের জন্য লাইফস্টাইল) সম্পর্কে ব্রিটেনেও প্রচার করার কথা হয়েছে তাঁদের মধ্যে। 

গত বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুদ্ধজয়ন্তী পার্কে একটি চারা পুঁতে ‘এক পেড় মা কে নাম’ নামের প্রকল্পের সূচনা করেন মোদি। সারা বিশ্বে যেভাবে গাছ কাটা হচ্ছে তা বিশ্ব উষ্ণায়নের মাত্রা আরও বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনতে গাছ রোপণের প্রয়োজনীয়তা অপরিসীম, তা বার বারই বলেছেন পরিবেশবিদরা। সেকথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে এই প্রকল্প। আর সেই প্রকল্পের অংশ হিসেবেই রাজা চার্লসকে গাছ উপহার দিলেন মোদি। গাছটিতে সুদৃশ্য সাদা ফুল হয়।
এদিকে এদিনই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। বহু বছর ধরেই মূলত তিনটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি চলছিল। অবশেষে এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতের পর দুই রাষ্ট্রনায়ক স্বাক্ষর করলেন বহু প্রতীক্ষিত ওই চুক্তিতে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে স্টার্মারের বিদেশনীতির প্রধান বিষয় ছিল মুক্ত বাণিজ্য চুক্তি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ