Advertisement
Advertisement
PM Modi

শুল্ক যুদ্ধের মধ্যেই EU নেতৃত্বের সঙ্গে ফোনালাপ মোদির, বার্তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে

কথোপকথনের পর এক্স হ্যান্ডেলে মোদির বক্তব্য প্রকাশ করেছেন উরসুলা।

PM Modi on call with EU leaders amidst US tariff

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 5, 2025 10:52 am
  • Updated:September 5, 2025 11:10 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে কথা বলতে গিয়ে এই বিষয়টি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে তিনি কথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনের সঙ্গে। সেই কথোপকথনের পর এক্স হ্যান্ডেলে মোদির বক্তব্য প্রকাশ করেছেন উরসুলা।

Advertisement

দুই নেতৃত্বের সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে লেখেন, ‘ইউরোপীয় ইউনিয়নের দুই নেতার সঙ্গে খুব ভালো আলোচনা হল। ভারত-ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য, IMEEC করিডর নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ইউক্রেনে যত দ্রুত সম্ভব শান্তি ফেরাতে যা কিছু পদক্ষেপ করা যায় সেই নিয়েও আলোচনা হয়ে।’ উরসুলা ভনও এক্স হ্যান্ডেলে একই সুরে লিখেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভারত যেভাবে যোগাযোগ রেখেছে, সেই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। রাশিয়া যেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পথে হাঁটে, সেটা নিশ্চিত করতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

জানা গিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত-ইইউ সম্মেলনের জন্য দুই নেতাকে আমন্ত্রণও জানিয়েছেন মোদি। বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির নিরিখে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই সৌহার্দ্যপূর্ণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছেন, তারাও যেন ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ করে। অন্যদিকে, ভারত চাইছে ইউরোপের বাজারে রপ্তানি করে মার্কিন বাণিজ্যের ঘাটতি কমাতে। এহেন পরিস্থিতিতে মোদির ফোনালাপ এবং ইউরোপীয় ইউনিয়নের মুখে তাঁর প্রশস্তি শুনে ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ বাড়বে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ