সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের শুল্ক খাঁড়ার পাল্টা একজোট হয়েছে ভারত-রাশিয়া-চিন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের (SCO) মঞ্চে পুরনো বন্ধু পুতিনের সঙ্গে মোদির সাক্ষাৎ ও আলিঙ্গনের পর সামনে এল বন্ধুত্বের আর এক বিরল ছবি। এসসিও বৈঠক সেরে এক গাড়িতে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা মুহূর্তে ভাইরাল সোশাল মিডিয়ায়।
এসসিও বৈঠকে যোগ দিতে ৭ বছর পর চিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য নিজের প্রিয় সরকারি গাড়ি দিয়েছেন শি জিনপিং। এসসিও বৈঠক শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক করার কথা ছিল। সেইমতো তাঁরা রওনা দেন তিয়ানজিনের পাঁচ তারা হোটেল রিটজ-কার্লটনে। তবে প্রোটোকল মেনে আলাদা গাড়ি নয়, খোশ মেজাজে গল্প করতে করতে একই গাড়িতে চড়ে বসেন দুই রাষ্ট্র নেতা। সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে মোদি লেখেন, ‘এসসিও সম্মেলনের পর প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকস্থলে গিয়েছিলাম। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সবসময়ই আনন্দের। ওনার সঙ্গে কথা বলে আমি সমৃদ্ধ হই।’
উল্লেখ্য, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। যার জেরে দুই দেশের সম্পর্কে শুরু হয়েছে টানাপোড়েন। মার্কিন চোখরাঙানি সত্ত্বেও ভারত অবশ্য রুশ তেল কেনা বন্ধ করেনি। এর মাঝেই ট্রাম্পের উদ্বেগ বাড়িয়ে একমঞ্চে এসেছে ভারত-চিন-রাশিয়া। এই শুল্কযুদ্ধের মাঝে চিনে চলতে থাকা এসসিও সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এশিয়ার দেশগুলি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বন্ধুত্বের বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
অন্যদিকে, তিয়ানজিনে এসসিও বৈঠকের প্রাক্কালে মোদির সঙ্গে সাক্ষাৎ হতেই তাঁর সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন সংকটের প্রসঙ্গ তুলে রুশ প্রেসিডেন্ট জানান, “ইউক্রেন সঙ্কট মেটাতে চিন এবং ভারতের ভূমিকার প্রশংসা করছি আমরা।” এরপর একগাড়িতে দুই রাষ্ট্রনেতার সওয়ারি বন্ধুত্বেরই অনন্য নজির বলে মনে করছে কূটনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.