Advertisement
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুরের পর প্রথমবার একমঞ্চে মোদি-শাহবাজ, ‘শত্রু’ ঘেরাটোপেই ছবি তুললেন প্রধানমন্ত্রী

পাশাপাশি দাঁড়িয়েছিলেন চিন এবং রাশিয়ার প্রেসিডেন্টরা।

PM Modi seen with Shehbaz Sharif for the first time after Operation Sindoor
Published by: Anwesha Adhikary
  • Posted:August 31, 2025 7:02 pm
  • Updated:August 31, 2025 7:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর প্রথমবার একমঞ্চে দেখা গেল যুযুধান দুই পড়শি দেশের প্রধানমন্ত্রীকে। রবিবার এসসিও বৈঠকের শুরুতেই দেখা গেল, একসারিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে একে অপরের থেকে বেশ কিছুটা দূরে ছিলেন তাঁরা।

Advertisement

২৫ তম এসসিও বৈঠকে যোগ দিতে শনিবার প্রধানমন্ত্রীর বিশেষ বিমান পৌঁছায় চিনের তিয়ানজিন শহরে। রবিবার থেকে সম্মেলন শুরু। এই বৈঠকে যোগ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। নিয়মিত সদস্য ছাড়াও অতিথি এবং পর্যবেক্ষক হিসাবে বেশ কয়েকটি দেশের প্রধানকে এবারের এসসিও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনের প্রথম দিনেই অতিথিদের জন্য একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ান। সেখানে ফ্যামিলি ফটো তুলতে গিয়েই মুখোমুখি হন মোদি-শাহবাজ। দুই রাষ্ট্রপ্রধানকেই সামনের সারিতে দাঁড় করানো হয়। তবে পাশাপাশি নয়। ওই সারিতেই পুতিন-জিনপিংয়ের মতো রাষ্ট্রপ্রধানরাও ছিলেন। পাশাপাশি দাঁড়িয়েছিলেন চিন এবং রাশিয়ার প্রেসিডেন্টরা। এছাড়াও প্রথম সারিতে ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। উল্লেখ্য, মালদ্বীপের সঙ্গেও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে মাঝে টানাপোড়েন শুরু হয়েছিল। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। এককথায়, ‘শত্রু’ পরিবেষ্টিত হয়ে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সাত বছর পর ড্রাগনের দেশে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার মাঝে এই নতুন বন্ধুত্ব পারদ চড়াচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। ইচ্ছেমতো নিষেধাজ্ঞা ও শুল্কের খামখেয়ালিপনায় ট্রাম্পের উপর বিতশ্রদ্ধ এশিয়ার দেশগুলি। বাণিজ্য ক্ষেত্রে আমেরিকার এই আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়তে গ্লোবাল সাউথ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ