Advertisement
Advertisement
PM Modi In SCO Summit

এসসিও মঞ্চে মোদির মুখে পহেলগাঁও হামলা, নাম না করে ট্রাম্পকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর!

এসসিও সম্মেলন থেকেই চিনের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছেন মোদি।

PM Modi speaks about Pahalgam attack in SCO summit
Published by: Anwesha Adhikary
  • Posted:September 1, 2025 10:52 am
  • Updated:September 1, 2025 1:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসসিও মঞ্চ (SCO Summit) থেকে নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)? সোমবার সম্মেলনের প্লেনারি সেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা যায় পহেলগাঁও হামলার কথা। সেখানেই মোদি বলেন, দেশের এই কঠিন সময়ে যেসব দেশ পাশে ছিল, তাদের কৃতজ্ঞতা জানায় ভারত। তারপরই প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করা মার্কিন প্রেসিডেন্টকেই নিশানা করলেন মোদি?

Advertisement

সোমবার মোদির ভাষণের শুরুতেই উঠে আসে পহেলগাঁও হামলা এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর কথায়, “গত চার দশক ধরে সন্ত্রাসের ক্ষত বয়ে বেড়াচ্ছে ভারত। সন্ত্রাসের সবচেয়ে খারাপ নিদর্শন আমরা দেখেছি পহেলগাঁওয়ে। সেই কঠিন সময়ে যে সকল বন্ধু দেশ আমাদের পাশে ছিল, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই।” উল্লেখ্য, এই সম্মেলনে রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তাঁর সামনেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করেছেন মোদি।

তবে প্রশ্ন উঠছে, কঠিন সময়ের বন্ধু বলে কি আসলে ট্রাম্পকে নিশানা করলেন মোদি? প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরে জঘন্য ঘটনার নিন্দা করেছিল একাধিক দেশ। আমেরিকা থেকে শুরু করে ‘পাকঘনিষ্ঠ’ চিন-ইরান, সকলেই পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে। কিন্তু তারপর গত চারমাসে আন্তর্জাতিক রাজনীতির ছবি অনেকটাই পালটে গিয়েছে। পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর করেছে ভারত। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নয়াদিল্লি। কিন্তু ভারতের দাবি উড়িয়ে ট্রাম্প বারংবার বলে এসেছেন, তিনিই ভারত-পাক সংঘর্ষবিরতির মূল কারিগর।

ট্রাম্পের এই দাবি বারবার অস্বীকার করেছে ভারত। ঘটনাচক্রে, তারপরেই ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। সেই পদক্ষেপেরও তীব্র নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে চিন। অর্থাৎ একথা বলাই যায়, ভারতের বন্ধুরাষ্ট্রের তালিকা থেকে আপাতত বাদ পড়েছে আমেরিকা। অন্যদিকে এসসিও সম্মেলন থেকেই চিনের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছেন মোদি। ফলে বিশ্লেষকদের মতে, কঠিন সময়ের বন্ধু হিসাবে আমেরিকাকে আর ভাবছে না ভারত। এসসিও মঞ্চ থেকে নাম না করে ট্রাম্পকে সেই বার্তাই দিয়েছেন মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ