সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের সফরে আর্জেন্টিনায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী বুয়েনস আইরেসে পৌঁছতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। গত ৫৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করতে সেদেশে পা রাখলেন। এর আগে ২০১৮ সালে জি-২০ সম্মেলনে যোগ দিতে তিনি আর্জেন্টিনায় গিয়েছিলেন।
শুক্রবার বিকেলে তিনি বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্থানীয় রীতি মেনে সেখানে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। দেওয়া হয় গার্ড অফ অনার। আর্জেন্টিনা পৌঁছে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারত-আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুবুত করতে আমার এই বুয়েনস আইরেস সফর। প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করতে আমি মুখিয়ে রয়েছি।’
SIGNED. SEALED. DELIVERED. 🧾🇺🇸
President Trump’s One Big Beautiful Bill is now LAW — and the Golden Age has never felt better.
— The White House (@WhiteHouse)
পহেলগাঁও হামলার নিন্দা করা প্রথম দেশগুলির মধ্যে অন্যতম ছিল আর্জেন্টিনা। যেখানে ১৯৯০-এর দশকে দুটি বড় সন্ত্রাসী হামলা শিকার হয়, যাতে যথাক্রমে ৩০ এবং ৮৫ জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। সূত্রের খবর, শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মোদি। লিথিয়াম, কৃষি, প্রতিরক্ষা, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।
লিথিয়ামই হল ভবিষ্যতের জ্বালানি। কারণ এটি সবুজ প্রযুক্তির জন্য একটি অপরিহার্য। চিলি ও বলিভিয়ার পাশাপাশি আর্জেন্টিনার খনিতেও এর বিশাল ভাণ্ডার রয়েছে। প্রকৃতপক্ষে, ভারতীয় খনি সংস্থাগুলি ইতিমধ্যেই উত্তর আর্জেন্টিনার কাটামারকা প্রদেশে কাজ করছে। ভারতীয় সংস্থাগুলি আর্জেন্টিনার সঙ্গে তামা, সোনা এবং আরও কয়েকটি নতুন যুগের আকরিকের খননের কাজ করতে আগ্রহী। আবার, আর্জেন্টিনা ভারত থেকে তাজা ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের মতো কৃষি পণ্য আমদানি করতে আগ্রহী।
প্রসঙ্গত, আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাবেন প্রধানমন্ত্রী। ঘানা থেকে শুরু হয়েছে সেই সফর। শুক্রবার তিনি আর্জেন্টিনায় পৌঁছয়। তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে নামিবিয়া সফরে যাবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.