সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক। এবার ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীকে ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস’-এ সম্মানিত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই নিয়ে মোদির ঝুলিতে এল মোট ২৬টি আন্তর্জাতিক সম্মান।
আন্তর্জাতিক শিরোপা পেয়ে আপ্লুত মোদি বলেন, “ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়া কেবল আমার জন্যই নয়, বরং ১৪০ কোটি ভারতবাসীর জন্যও এক গর্ব এবং আবেগের মুহূর্ত। ব্রাজিল সরকার এবং ব্রাজিলের জনগণকে আমি কৃতজ্ঞতা জানাই।” অন্যদিকে ব্রাজিলের তরফে জানানো হয়েছে, ভারত-ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে, আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে মোদির অবদান অনস্বীকার্য। কৃতক্ষতা স্বরূপ ভারতের প্রাধানমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হয়েছে।
A testament to the multifaceted 🇮🇳-🇧🇷 Strategic Partnership.
President conferred on PM the ‘Grand Collar of the National Order of the Southern Cross’- 🇧🇷’s highest honour.
PM expressed his gratitude to the government & people of 🇧🇷 for this…
— Randhir Jaiswal (@MEAIndia)
৬ এবং ৭ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেদেশে পৌঁছন মোদি। রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এই নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখেন মোদি। ব্রাজিল পৌঁছতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। ব্রিকস সম্মেলন শেষে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। সূত্রের খবর, সেখানে বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। সূত্র মারফত আরও জানা গিয়েছে, আগামী ৫ বছরে ভারত-ব্রাজিলের মধ্যে ২০ বিলিয়ন ডলারের বাণিজ্য হবে। এমনটাই স্থির হয়েছে ওই বৈঠকে। ব্রাজিল সফর সেরে নামিবিয়ায় যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.