Advertisement
Advertisement
Narendra Modi

ট্রাম্পের শুল্কবোমার মাঝেই ‘বন্ধু’ পুতিনকে ফোন মোদির, ভারতে আসার আমন্ত্রণ

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি মোদিকে জানিয়েছেন পুতিন।

PM Narendra Modi dials Vladimir Putin, invites him to Delh

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:August 8, 2025 7:48 pm
  • Updated:August 8, 2025 7:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার এই ফোনালাপে রুশ-ইউক্রেন যুদ্ধ, ভারত-রাশিয়া চুক্তি-সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Advertisement

পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। যেখানে তিনি লেখেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সাথে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে আমাকে অবগত করানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষে একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। একইসঙ্গে চলতি বছরের শেষের দিকে তিনি যাতে ভারতের আতিথ্য গ্রহণ করেন সে প্রস্তাবও দেওয়া হয়েছে।’

এদিকে ভারত ও রুশ রাষ্ট্রপ্রধানের ফোনালাপের মাঝেই মস্কো সফরে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। ভারত-রুশ বাণিজ্য নিয়ে সাম্প্রতিক মার্কিন গোঁসা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধের শাস্তি’ হিসেবে। বৃহস্পতিবার ক্রেমলিনে ডোভালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। এরইমাঝে পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ডোভালের এই সফর প্রসঙ্গে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ভারতের তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে মস্কো। আমেরিকা ভারতের উপর শুল্ক ঘোষণার পর রাশিয়া ট্রাম্পকে বিশ্বে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে কোনও দেশের হস্তক্ষেপে ভারত-রুশ সম্পর্ক দুর্বল হবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ