Advertisement
Advertisement
PM Narendra Modi

জি-৭ সম্মেলনের আগে সাইপ্রাসে মোদি, ‘পাক বন্ধু’ তুরস্ককে পালটা দিতে বৈঠক প্রেসিডেন্টের সঙ্গে?

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সাইপ্রাস।

PM Narendra Modi to meet the President of Cyprus on Monday
Published by: Subhodeep Mullick
  • Posted:June 16, 2025 11:59 am
  • Updated:June 16, 2025 11:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দেশীয় সফরের প্রথম পর্যায়ে সাইপ্রাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেস। দুই নেতা লেমেসোসে ভারতীয় ও স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠক করবেন। পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক গভীরতর হওয়ার সময়েই প্রধানমন্ত্রী মোদির এই সাইপ্রাস সফর কৌশলগত ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত-পাকিস্তানের মতোই তুরস্ক ও সাইপ্রাসের মধ্যেও সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। তাছাড়া, ভৌগোলিক অবস্থানের কারণে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সাইপ্রাস। এই পরিকাঠামো প্রকল্প ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি, ২০২৬ সালের প্রথমার্ধেই ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব করতে চলেছে সাইপ্রাস। এই মুহূর্তে ইউরোপের সঙ্গে থে বাণিজ্যিক ও নিরাপত্তাগত সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে ভারত।

Advertisement

লেমেসোসে, ভারতীয় সম্প্রদায় এবং সাইপ্রাসের় জনগণ মোদিকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সোমবার মোদি নিকোসিয়ায় প্রেসিডেন্ট ক্রিস্টোডোলিডসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, ডিজিটাল সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য কানাডায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদির সম্মানে আয়োজিত এক আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের মাধ্যমে এই সফর শেষ হবে। এদিকে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কড়া সমালোচনা করেছে কংগ্রেস।

বিশেষ করে, মোদির কানাডা সফরকে তীক্ষ্ণ কটাক্ষে বিদ্ধ করেছেন কংগ্রেসের রাজ্যসভার সংসদ জয়রাম রমেশ। রবিবার তিনি সোশাল মিডিয়ায় সরব হয়েছেন। জয়রামের কথায়, ‘মোদির ভক্তরা ঢাক-ঢোল পিটিয়ে ঘোষণা করেছিল কানাডায় জি-৭ সম্মেলনে কোনভাবেই যোগ দেবেন না প্রধানমন্ত্রী। আমন্ত্রণ করা হলেও তিনি সেখানে যাবেন না বলেও দাবি করেছিল ভক্তরা। এখন কী হল?’ পাশাপাশি প্রধানমন্ত্রী ঘনঘন বিদেশ সফরে গেলেও তাঁর কাছে মণিপুরে যাওয়ার সময় নেই বলেও সমালোচনায় মুখর হয়েছেন জয়রাম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement