Advertisement
Advertisement
BritCard

অনুপ্রবেশ রুখতে এবার ব্রিটেনেও ‘আধার কার্ড’! নীল নকশা নিয়ে গিয়েছেন ভারত থেকেই

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

PM Starmer plans BritCard with Indian DNA
Published by: Biswadip Dey
  • Posted:October 18, 2025 11:04 am
  • Updated:October 18, 2025 11:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ভারতে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তখনই তিনি আধার কার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার জানা যাচ্ছে, আধার কার্ডের ধাঁচে পরিচয়পত্র তিনি চালু করতে চাইছেন ব্রিটেনে। যার নাম হবে ‘ব্রিট কার্ড’। তবে আধারের মতো বায়োমেট্রিক তথ্য ব্যবহৃত হবে না এই কার্ডে। মূলত ব্রিটেনের বেআইনি অনুপ্রবেশকারীদের রুখতেই এই কার্ড চালু করতে চাইছেন স্টার্মার।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, ভারতে এসে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নন্দন নিলেকানির সঙ্গে বৈঠক করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর কাছ থেকে জেনেছিলেন আধার কার্ড ও সেই সংক্রান্ত অন্যান্য তথ্য। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর সঙ্গে কথা বলার সময় ব্রিটিশ সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই কার্ড চালুর ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতার সাহায্য নেবে ব্রিটেন। কিন্তু তা আদপে আধার কার্ডের মতো হবে না। এর নকশা হবে আলাদা। এবং তা বায়োমেট্রিক তথ্যও ব্যবহার করবে না।

প্রসঙ্গত, ব্রিটেনে অবৈধ অভিবাসী এক বড় সমস্যা। স্টার্মারের লেবার সরকার ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে উঠেপড়ে লেগেছে। তাঁর প্রশাসন আগেই জানিয়েছে, বিপুল সংখ্য অবৈধ অভিবাসীকে ইতিমধ্যেই তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ রুখতে পরিচয়পত্র তৈরির দিকেই ঝুঁকল স্টার্মার সরকার। পাশাপাশি জনসাধারণের পরিষেবাগুলিকে সহজ করাও এই কার্ডের লক্ষ্য বলে জানানো হয়েছে।

ভারতে কিন্তু আধার নিয়ে অভিযোগও রয়েছে। তথ্য সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং পরিচয়পত্রের অভাবে নাগরিকদের সুযোগসুবিধা বা পরিষেবা থেকে বঞ্চিত করার মতো অভিযোগ উঠেছে। কিন্তু ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রশাসনিক ব্যয় ও দু্র্নীতি কমাতে আধার সদর্থক ভূমিকা নিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ