সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা, বাংলাদেশের পর এবার পোল্যান্ড। ফের দুর্ঘটনার কবলে পড়ল যুদ্ধবিমান। বৃহস্পতিবার মহড়া করতে গিয়ে পোলিশ বায়ুসেনার এফ-১৬ জেট ভেঙে পড়ে। বিমানে থাকা পাইলটের মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বাংলাদেশ এবং আমেরিকায় ভেঙে পড়েছে যুদ্ধবিমান।
জানা গিয়েছে, মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১১টা নাগাদ। চলতি সপ্তাহের শেষেই পোলিশ বায়ুসেনার একটি এয়ার শো হওয়ার কথা ছিল। তারজন্যই মহড়া সারছিল এফ ১৬ যুদ্ধবিমান। ব্যারেল-রোল অ্যাক্রোব্যাটিক ম্যানুভার করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, আকাশে ওড়ার সময়ে আচমকাই বাঁক খেয়ে নিচের দিকে পড়তে থাকে যুদ্ধবিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে আছড়ে পড়ে রানওয়েতে। দাউদাউ করে আগুন ধরে যায় যুদ্ধবিমানে।
⚡ BREAKING: F-16 fighter jet crashes during training for the Radom Air Show in Poland. Pilot killed
Aircraft crashed into the runway around 1730 GMT and damaged it. The Radom Airshow planned for the weekend has been cancelled.
Government spokesman Adam Szlapka confirmed the…
— OSINT Updates (@OsintUpdates)
বিমানে থাকা পাইলটের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায়। তবে আশেপাশে কেউ আহত হননি। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ভ্লাদিস্ল কোসিনিয়াক কামিসজ। তবে ঠিক কোন কারণে এহেন মর্মান্তিক পরিণতি হল যুদ্ধবিমানের, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার পর বাতিল করা হয়েছে বায়ুসেনার এয়ার শো অনুষ্ঠান।
উল্লেখ্য, সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বায়ুসেনার একটি এফ-৩৫ ফাইটার জেট ভেঙে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, রানওয়ের কাছেই ভেঙে পড়ছে বিমানটি। ঠিক তারপরই আকাশ থেকে প্যারাশুটে নেমে আসছেন পাইলট। মাসখানেক আগে বাংলাদেশের একটি স্কুলের উপরেও যুদ্ধবিমান ভেঙে পড়ে। সবমিলিয়ে, চলতি বছরে একাধিকবার মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। প্রসঙ্গত, এই এফ ১৬ যুদ্ধবিমানের ‘ভরসা’তেই বারবার ভারতকে হুমকি দেয় পাকিস্তান। তবে অপারেশন সিঁদুরে ভারতের হামলায় পাকিস্তানের একটি এফ ১৬ ভেঙে পড়েছে বলে সূত্রের খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.