Advertisement
Advertisement
Portugal

পর্তুগালে ভয়াবহ দুর্ঘটনা, বেলাইন হয়ে উলটে গেল ট্রাম, মৃত অন্তত ১৫

আহতের সংখ্যা ১৮।

Portugal's Lisbon landmark streetcar crash kills 15
Published by: Subhodeep Mullick
  • Posted:September 4, 2025 12:49 pm
  • Updated:September 4, 2025 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা পর্তুগালের লিজবনে। লাইনচ্যুত হয়ে উলটে গেল ট্রাম। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহতের সংখ্যা ১৮। বুধবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে প্রাকা দোস রেস্তোরাঁর কাছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে রাস্তার ঢাল বেয়ে ট্রামটি নামছিল। ভিতরে ছিলেন বহু যাত্রী। সেই সময়ে আচমকা সেটি লাইনচ্যুত হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। তারপরই ট্রামটি উলটে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহতের সংখ্যা ১৮। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিক এবং শিশু। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।     

ভয়াবহ এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি বিবৃতি জারি করে পর্তুগাল সরকার। বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই ঘটনায় গোটা দেশ হতাশ।’ 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement