Advertisement
Advertisement
Prescription Plus

তৈরি ক্যানসারের টিকা, বিরাট দাবি রুশ বিজ্ঞানীদের, এবার থমকাবে মারণ রোগ?

ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে, দাবি বিজ্ঞানীদের।

Prescription Plus: Scientists say cancer vaccine ready for use after successful trials

প্রতীকী ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:September 7, 2025 8:48 pm
  • Updated:September 8, 2025 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলা হয় ‘Cancer Have No Answer’ , অর্থাৎ ক্যানসার রোগের সেই অর্থে কোনও প্রতিকার নেই। যদিও এই ভাবনাকে ভুল প্রমাণ করতে মরিয়া রাশিয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি, ক্যানসারের প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছেন তারা। টিকাটি এখন ব্যবহারের জন্যও প্রস্তুত হয়ে গিয়েছে বলেও জানাচ্ছেন রাশিয়ার ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা। এই সংবাদ জানিয়েছে রুশ সংবাদসংস্থা তাস।

Advertisement

জানা গিয়েছে, ক্যানসারের টিকার নাম এন্টারোমিক্স। কোভিড -১৯ ভ্যাকসিনের মতো ক্যানসারের টিকাও mRNA প্রযুক্তিতে তৈরি হয়েছে। দুর্বল ভাইরাস ব্যবহার করার পরিবর্তে, mRNA ভ্যাকসিন শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যানসারে আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

বিজ্ঞানী ভেরোনিকা এই অভিনব আবিষ্কার নিয়ে জানিয়েছেন, ক্যানসারের ভ্যাকসিন এন্টারোমিক্স বহু বছরের গবেষণার ফসল। তিন বছর এটি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যেও ছিল। যে ট্রায়ালে দেখা গিয়েছে, ভ্যাকসিনটি বারবার প্রয়োগ করলেও নিরাপদ এবং অত্যন্ত কার্যকর। কিছু ক্ষেত্রে ক্যান্সারের ধরন অনুযায়ী টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে বা ধীর গতিতে বেড়েছে। এমনকী যে প্রাণীদের উপর টিকাটি প্রয়োগ করা হয়েছিল তারাও সুস্থ ভাবেই বেঁচে রয়েছে। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনের প্রধান লক্ষ্য হবে বৃহদান্ত্রের ক্যান্সারকে নির্মূল করা। পাশাপাশি গ্লিওব্লাস্টোমা (একটি দ্রুত-বর্ধনশীল মস্তিষ্কের ক্যান্সার) এবং কিছু ধরনের মেলানোমা (একটি গুরুতর ত্বকের ক্যান্সার), যার মধ্যে চক্ষুতে আক্রমণকারী ওকুলার মেলানোমাও রয়েছে, সেই সবের ভ্যাকসিন তৈরির কাজও এগোচ্ছে।

প্রসঙ্গত, গতবছরই ক্যান্সারের টিকাকে ‘শতাব্দীর সেরা আবিষ্কার’ বলে ঘোষণা করেন রুশ বিজ্ঞানীরা। ২০২৫ সালের শুরুতেই নাকি তারা বিনামূল্যে ক্যানসারের টিকা দেওয়া শুরু করবে। রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের এক শীর্ষকর্তা এমনই দাবি করেছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ২০২৪ সালের গোড়াতেই জানিয়েছিলেন, ক্যানসারের টিকা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন রুশ বিজ্ঞানীরা। বাস্তবেই কি ঐতিহাসিক কাণ্ড ঘটল? 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ