Advertisement
Advertisement

চাপের মুখে নোট বাতিলে পিছু হঠল সরকার!

বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন বাড়তি পুলিশ-সেনাবাহিনী।

President has delayed the withdrawal of the 100-bolivar banknote
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 8:09 pm
  • Updated:December 18, 2016 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব ঘোষণা মতো হচ্ছে না নোট বাতিল৷ বড় নোট বাতিলের সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করে নিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো৷ সংবাদসংস্থা সূত্রে খবর, এখনই বাতিল হচ্ছে না ১০০ বলিভারের ব্যাঙ্ক নোট৷

Advertisement

আগামী বছরের ২ জানুয়ারি ফের সরকারি সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা হবে৷ প্রবল অর্থনৈতিক ডামাডোলের জন্য প্রত্যাহার করা হল নোট বাতিলের সিদ্ধান্ত৷ জাতির উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন, আন্তর্জাতিক মহল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷ ঠিক সময়ে এসে পৌঁছয়নি ৫০০ বলিভারের নতুন নোট৷

ইতিমধ্যেই সে দেশের বহু নাগরিক পুরনো নোট বদলের জন্য দিনের পর দিন লম্বা লাইনে দাঁড়িয়েছেন৷ নগদের অভাবে বন্ধ থেকেছে বহু দোকান, অনাহারে দিন কাটিয়েছেন দেশের নাগরিকরা৷ অভিযোগ, সরকার কার্যত জোর করে নাগরিকদের ক্রেডিট কার্ড ও ব্যাঙ্ক মারফত লেনদেনে বাধ্য করেছেন তাঁদের৷ তেল সম্পদে সমৃদ্ধ হলেও অর্থনৈতিকভাবে পর্যুদস্ত ভেনেজুয়েলায় এখন মুদ্রাস্ফীতি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। রাষ্ট্রীয় মুদ্রার দাম ক্রমশই কমে যাচ্ছে। সেখানকার সবচেয়ে বড় ১০০ বলিভার নোটের দাম এখন এক মার্কিন ডলারের ৩৩ ভাগের এক ভাগ৷ অর্থনৈতিক বিশৃঙ্খলা রুখতে ১০০ বলিভার বাতিল করে ৫০০ বলিভারের নোট চালুর উদ্যোগ নেন প্রেসিডেন্ট৷

সেই মতো তোড়জোড় শুরু হয়ে যায়৷ বেআইনি অর্থ পাচার ঠেকাতে ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে সীমান্ত ‘সিল’ করে দেওয়া হয়। কিন্তু নোট বাতিলের খবর চাউর হতেই দেশজুড়ে শুরু হয় চরম বিশৃঙ্খলা। কারণ, সেখানে চালু মোট নোটের ৭৭ ভাগই ১০০ বলিভারের। গত শুক্রবার পর্যন্ত ছ’টি শহরে দাঙ্গা লেগেছে, আটক করা হয়েছে ৩২ জনেরও বেশি বাসিন্দাকে৷ মাদুরো সরকার এই বিশৃঙ্খলার জন্য বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করে আপাতত নোট বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement