Advertisement
Advertisement
Probashe Durga Puja 2025

বিদেশভূমে উমার ভিতরে খুঁজে ফেরা মায়ের মুখ! টরন্টোর দুর্গাপুজো যেন ঘরে ফেরার গান 

টরন্টোর দুর্গামণ্ডপ যেন একটুকরো কলকাতা।

Probashe Durga Puja 2025: Durga Puja preparation in Toronto Canada
Published by: Arpan Das
  • Posted:September 26, 2025 5:38 pm
  • Updated:September 26, 2025 5:44 pm   

প্রিয়ব্রত বিশ্বাস, টরন্টো: আলোর বেণু বাজার সময় এসে গিয়েছে। তবে তা তো শুধু কলকাতায় নয়। মাকে বাঁধবে, এমন সীমান্তরেখা আছে নাকি? বছর ঘুরে আবার এল শরৎ, কলকাতা থেকে কিছু পেঁজা তুলো মেঘ পাড়ি দিয়েছে অতলান্তিক সাগর পেরিয়ে টরন্টোতে।

Advertisement

মরশুম হিসেব করলে এখানে এখন Fall। কিন্তু আমার টরন্টো একা শরৎ হয়ে বসে আছে ষষ্ঠীর বোধনের অপেক্ষায়। সময় ভিন্ন, মাটি ভিন্ন, সব ভিন্ন। শুধু এক হচ্ছে বাঙালি আর বাঙালির পুজোর দরদ। বেশ কয়েক বছর বিদেশে থেকে একটা সহজ-সরল মন্ত্র শিখেছি। জীবনের টানাপোড়েনের জাঁতাকলে পড়লে সব একদিকে চলে যায়। আরেকদিকে সবকিছু নির্বিশেষে পালানোর পথ হচ্ছে ওই মা দুগ্গার মুখখানা। মনে পড়ে যায়, সাত সমুদ্র দূরে থাকা গর্ভধারিণীর কথা।

Probashe Durga Puja 2025: Durga Puja preparation in Toronto Canada

টরন্টোর সেপ্টেম্বর মানেই কালান্তক এক প্রেমের আবহাওয়া, শীত-বসন্তের খেলা, দিনের বেলা ফাগুন হাওয়া, আর রাত্রে সেই ফাগুনে শীতের ধাক্কা। এহেন এক পরিবেশে মায়ের আসা। এখানে কিছু জায়গায় পঞ্জিকা মেনে, কলকাতার সময়তালিকার সঙ্গে মিল রেখে পুজো হয়। কিন্তু কিছু জায়গায় পুজো হয় Weekend দেখে। ধরুন, এক শনি-রবিতে ষষ্ঠী-সপ্তমী, পরের শনি-রবিতে অষ্টমী, নবমী, এবং দশমী একসঙ্গে। যদ্দিন আনন্দ করা যায় আর কী!

Probashe Durga Puja 2025: Durga Puja preparation in Toronto Canada

এখানে ‘আমার পুজো’ গ্রুপ অনেক আগেই শুরু করেছে টরন্টোর দুর্গাপূজা। আয়োজনে এক কণা খামতি নেই। দুর্গামণ্ডপে ঢুকলে মনে হয় একটুকরো কলকাতায় পা রেখেছি। সেই একই উন্মাদনা, সেই একই ফুচকা-বিরিয়ানির স্টল। সেই একই ভিড়, পাড়ায় মাচা বেঁধে ‘বিচিত্রানুষ্ঠান’! হঠাৎ এক পরিচিত মুখে বলে ওঠে, “ভাই কেমন আছিস?! শুভষষ্ঠী। কালকের প্ল্যান কী?” আহহ.. বাংলা ভাষা!

Probashe Durga Puja 2025: Durga Puja preparation in Toronto Canada

কলকাতার একটা নিয়ম আছে। আমার সাধের কলকাতাকে যারা ভালোবাসে, বুকে আঁকড়ে জড়াতে চায়, তাদের শিকড় কেটে দেয় সে নিজেই। শরতের কন্যা যখন সেজে ওঠে আলো, ভিড়ে, প্যান্ডেলে, ঠিক সেই সময়েই তাঁর স্পর্শ থেকে বহু বহুদূরে থেকে যাই আমরা। অভিমান হয় না তা নয়, কিন্তু দাঁড়িপাল্লার একদিকে বুক, আরেকদিকে পেট। কী যে করে আমার কলকাতা…

Probashe Durga Puja 2025: Durga Puja preparation in Toronto Canada

যাই হোক, বাঙালি কমিউনিটি সেন্টারগুলোতে এখন হইহই রব। উমা এসেছে, আর কি তাঁকে ছেড়ে দেওয়া যায়? শুধু মায়ের ওই হাসিভরা মুখখানা দেখতে দেখতে, এই সাত সমুদ্র তেরো নদীর পারেও, চোখ ভিজিয়ে কিছু কথা মনে আসে। সেগুলো নাহয় কবিতাতেই তোলা থাক-

“তোমার কাছেই আটকা পড়ে গেছি,
দিব্যি খেলাম, কিছুই তো লুকাইনি-
তুমিই আমার দুগ্গাপুজোর আলো,
তুমিই আমার জন্মের সপ্তমী!”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ