সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মা’, ‘আরও একবার চলো ফিরে যাই’, ফসিলসের একের পর সেরা গানে কেঁপে উঠল আটলান্টার মাটি। প্রথমবার আন্টলান্টায় পূর্বাশার দুর্গাপুজোয় পারফর্ম করলেন রূপম ইসলাম, অ্যালেনরা। দুর্গাপুজো উপলক্ষে সবচেয়ে বড় বাংলা রক কনসার্টে মাতলেন আটলান্টার প্রবাসি বাঙালিরা।

১৫ বছর ধরে আন্টলান্টার মাটিতে দুর্গাপুজো করছে পূর্বাশা। মাতৃ আরাধনায় মেতে ওঠেন এখানে বসবাসকারী প্রবাসী বাঙালিরা। শুধু বাঙালিরাই নন, প্রচুর বিদেশিও যোগ দেন পুজোয়। প্রতিবারই পূর্বাশার পুজোয় থাকে বিশেষ চমক। ধুনুচি নাচ থেকে শুরু করে পুষ্পাঞ্জলি, কলকাতার পুজোর সব উপাদান আটলান্টায় তুলে ধরে পূর্বাশা। বিদেশ বিভুঁইয়ে বাংলার সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি এইবার বাংলার সেরা রকস্টার রূপমের বাংলা ব্যান্ড ফসিলসকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। যা হয়ে উঠল উৎসবের সবচেয়ে বড় চমক।

২৬ সেপ্টেম্বর ফসিলসের অনুষ্ঠান ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে তুঙ্গে ছিল উন্মাদনা। প্রেক্ষাগৃহে যেন শুধুই কালো মাথার ভিড়। ‘রূপম’ ও ‘ফসিলস’-এর নামে ওঠা চিৎকারে কেঁপে ওঠে চারপাশ। ১২০ মিনিটের এই অনুষ্ঠানে একের পর সুপারহিট গানে প্রবাসীদের আলাদা জগতে নিয়ে গিয়েছিলেন রূপম ও তাঁর টিম।

আটলান্টার পুজোয় এবছর দেখা গিয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। পূর্বাশার সভাপতি স্বাতী দাস জানিয়েছেন, “এইবছর আমাদের পুজো নিয়ে ছিল আলাদা উন্মাদনা। এবার আমাদের পুজো ১৫ বছরে পড়ল। ১৫ বছর ধরে আটলান্টায় বসবাসকারী বাঙালিদের ভালোবাসার প্রতিদান ফসিলসের অনুষ্ঠান।”

পূর্বাশার বোর্ডের চেয়ারপার্সন গৌরব মজুমদার জানিয়েছেন, পূর্বাশা সবসময় সংস্কৃতি, যুব সম্প্রদায় ও উদযাপনের পক্ষে। এই বছর আমাদের পুজো ১৫ বছরের। ফসিলসের কনসার্ট তাতে অন্যমাত্রা যোগ করেছে। আমার মনে হয় এটাই আমাদের সেরা পুজো। এই কনসার্টকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ একছাতার তলায় এসেছিলেন। এই রকম অনুষ্ঠান আগামীতে আমাদের অনুপ্রাণিত করবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.