সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে গিয়েছিলেন জো বাইডেনের আমলে, ফিরলেন ডোনাল্ড ট্রাম্পের শাসনে। নানা সমস্যার জেরে ৮ দিনের সফর গড়িয়েছে ২৮৬ দিনে। অবশেষে বুধবার সুনীতাদের নির্বিঘ্নে ঘরে ফেরার পর উচ্ছ্বাসে মাতলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হোয়াইট হাউসের তরফে বার্তা দেওয়া হল, ‘কথা দিয়েছিলাম, কথা রাখলাম’। প্রেসিডেন্টের বাসভবনের এই বার্তায়, কর্তব্য পালনের আত্মবিশ্বাসের পাশাপাশি বাইডেন প্রশাসনের ব্যর্থতাকে স্মরণ করিয়ে মৃদু খোঁচা দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
৯ মাসের ব্যোমযাত্রা শেষে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডায় সমুদ্রে অবতরণ করে সুনীতাদের মহাকাশ যান। সুনীতার সঙ্গে একই মহাকাশযানে ঘরে ফিরেছেন বুচ, নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। তবে এই প্রত্যাবর্তনে রাজনীতির খেলাও কিছু কম হয়নি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেরও অংশ হয়ে উঠেছিলেন সুনীতারা। নির্বাচনী প্রচারে বাইডেন প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানিয়েছিলেন, জো বাইডেনের প্রশাসন সুনীতাদের ফেরাতে অক্ষম। রাজনৈতিক কারণে তাঁদের মহাকাশে আটকে রাখার অভিযোগও করা হয়। ট্রাম্প জানান, তিনি ক্ষমতায় এলে মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন নভোচরদের। নির্বাচনে বিরাট সাফল্যের পর কথা রাখতে কোমর বেঁধে নেমে পড়েন ট্রাম্প।
সুনীতাদের পৃথিবীতে ফেরাতে গত জানুয়ারি মাসে এলন মাস্ককে দায়িত্ব দেন ট্রাম্প। কোমর বেঁধে নেমে পরে মাস্কের সংস্থা স্পেস এক্স। এলন মাস্ক ও নাসার উদ্যোগে অবশ্য ব্যর্থ হয়। ১২ মার্চ ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু রকেট লঞ্চপ্যাডের এক ক্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়। অবশেষে শনিবার ভোরে মহাকাশের উদ্দেশে রওনা দেয় স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল ক্রু নাইন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার ভোরে পৃথিবীতে ফেরলেন সুনীতারা। এই সাফল্যের পরই, হোয়াইট হাউসের তরফে বার্তা দেওয়া হয়, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিশ্রুতি পালন করলাম। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তিনি সুনীতাদের ফিরিয়ে আনবেন। আজ স্পেসএক্স ও নাসার চেষ্টায় তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরেছেন।’ ডোনাল্ড ট্রাম্পও সেই ফেরার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এ জয় আমেরিকার জয়’।
এর পাশাপাশি স্পেসএক্স-এর ভিডিও তুলে ধরে এক্স হ্যান্ডেলে এলন মাস্ক লেখেন, ‘মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য স্পেস এক্স এবং নাসার টিমকে অভিনন্দন। ধন্যবাদ জানাই মার্কিন প্রেসিডেন্টকে এই মিশনকে অগ্রাধিকার দেওয়ার জন্য।’
Congratulations to the and teams for another safe astronaut return!
Thank you to for prioritizing this mission!
— Elon Musk (@elonmusk)
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেন দুই নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কথা ছিল, সেখানে ৮ দিন থেকে তাঁরা ফিরে আসবেন। কিন্তু তাঁরা মহাকাশ স্টেশনে পৌঁছনোর পরই দেখা যায় যে মহাকাশযানে তাঁরা এসেছেন তাতে বিরাট সমস্যা রয়েছে। যার মধ্যে অন্যতম হিলিয়াম লিক এবং প্রপালশান স্টিস্টেমের গলদ। ফলে সেই মহাকাশযানে আর ফেরা হয়নি সুনীতার। তারপর প্রায় ৭ মাস বাইডেনের সরকার থাকলেও তাঁদের ফেরানোর তেমন কোনও উদ্যোগও নেওয়া হয়নি বলে অভিযোগ। ট্রাম্পের উদ্যোগে অবশেষে সুনীতাদের ফিরে আসার পর হোয়াইট হাউসের এই বার্তা শুধু সাফল্যের বার্তা নয়, একইসঙ্গে প্রাক্তন বাইডেন প্রশাসনের উদ্দেশে তীব্র কটাক্ষ করা হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.