Advertisement
Advertisement

Breaking News

Muhammad Yunus

কালো পতাকায় লন্ডনে ‘অভ্যর্থনা’ ইউনুসকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও বাতিল!

বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে ইউনুস।

Protests greet Muhammad Yunus in London
Published by: Amit Kumar Das
  • Posted:June 11, 2025 12:40 pm
  • Updated:June 11, 2025 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডন সফরে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল বাংলাদেশের প্রধান উপদ্বেষ্টা মহম্মদ ইউনুসকে। বিদেশের মাটিতে তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান দিল বাংলাদেশেরই প্রবাসী জনতা। শুধু তাই নয়, এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে ছিল ইউনুসের (Muhammad Yunus)। তবে সেই বৈঠক হচ্ছে না বলেই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, গত মঙ্গলবার বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে গিয়েছেন ইউনুস। এই তারেক দীর্ঘদিন ধরে ব্রিটেনের বাসিন্দা। বাংলাদেশের জাতীয় নির্বাচন সংক্রান্ত জটিলতা ও দেশের অন্দরে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনার উদ্দেশেই ইউনুসের এই সফর। তবে লন্ডনের মাটিতে ইউনুস পা রাখার পরই বিক্ষোভে ফেটে পড়েন লন্ডনে বসবাসকারী বাংলাদেশিরা। মঙ্গলবার সকালে ইউনুসের হোটেলের বাইরে আওয়ামি লিগের ব্যানারে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ। ইউনুসকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশের মাটিতে চলতে থাকা নৃশংসতা মাস্টারমাইন্ড বলে আক্রমণ করা হয় প্রধান উপদ্বেষ্টাকে।

বিক্ষোভকারীদের অভিযোগ শেখ হাসিনাকে দেশছাড়া করার পর গোটা বাংলাদেশে যে অরাজকতা, উগ্র মৌলবাদ ও হিংসার রাজত্ব চলছে তার জন্য দায়ী ইউনুসের প্রশাসন। বাংলাদেশের মাটিতে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শিকেয় তুলেছে এই মৌলবাদীরা। খোদ ইউনুস তাঁদের প্রস্রয় দিচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, আততায়ীদের হামলায় মৃত্যুভয়ে যেসব নেতারা বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন তাঁদের বেছে বেছে মামলা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দ্রুত নির্বাচনের দাবির পাশাপাশি সেই নির্বাচনে আওয়ামি লিগকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা।

এদিকে এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে ছিল ইউনুসের। তবে জানা যাচ্ছে, সেই বৈঠকের সম্ভাবনা বাতিল হয়েছে। এমনকী ব্রিটেনে সরকারি সম্মান থেকেও বঞ্চিত হতে পারেন ইউনুস। যা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে অপমানজনক। সাধারণত কোনও রাষ্ট্রপ্রধান বিদেশ সফরে গেলে তাঁকে অভ্যর্থনা জানানো হয় সেই দেশের সরকারের তরফে। তবে ইউনুসের ক্ষেত্রে তার কোনওটাই হচ্ছে না। উল্লেখ্য, এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে কার্যত অস্বীকার করেছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement