Advertisement
Advertisement
Donald Trump

‘জেলেনস্কিকে পছন্দ নয় পুতিনের’, ট্রাম্পের বার্তায় রুশ-ইউক্রেন মুখোমুখি বৈঠকের সম্ভাবনায় দাঁড়ি

'পুতিনের সঙ্গে ভালোভাবে কথা হয়, তারপরই কোথাও না কোথাও বোমা পড়ে', মন্তব্য ক্ষুব্ধ ট্রাম্পের।

Putin doesn't like Zelenskyy, says Donald Trump
Published by: Amit Kumar Das
  • Posted:August 26, 2025 12:14 pm
  • Updated:August 26, 2025 12:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে রাজি জেলেনস্কি। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে উদ্যোগ নিলেও নারাজ পুতিন। সম্প্রতি এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানালেন, “জেলেনস্কিকে ঠিক পছন্দ করেন না পুতিন। তাই তাঁর সঙ্গে দেখা করতেও চান না।”

Advertisement

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে কোনও সমাধান মেলেনি। এই বৈঠকে পুতিন স্পষ্টভাবে জানিয়ে দেন যুদ্ধবিরতি করতে হলে দোনেৎস্ক অঞ্চল ছাড়তে হবে ইউক্রেনকে। যা দিতে অস্বীকার করে ইউক্রেন। এরই মাঝে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি বসিয়ে আলোচনায় উদ্যোগী তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে জেলেনস্কিও জানিয়েছিলেন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তবে এবার জানা গেল এই দ্বিপাক্ষিক আলোচনায় একেবারেই নারাজ পুতিন।

সোমবার হোয়াইট হাউসে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। জানতে চাওয়া হয়, জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে কেন অনীহা পুতিনের? উত্তরে ট্রাম্প বলেন, “কারণ পুতিন জেলেনস্কিকে একেবারেই পছন্দ করেন না।” ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহে ফের পুতিনের সঙ্গে কথা বলেছেন তিনি। অনুমান করা হচ্ছে সেই কথোপকথনে এই বৈঠকের জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টা হয়। তবে ট্রাম্পের কথায়, “পুতিনের সঙ্গে প্রত্যেকবার ভালোভাবে কথা হলেও, দুর্ভাগ্যের বিষয় এর পরই ইউক্রেনের কোথাও না কোথাও বোমা পড়ে। ফলে আমি অত্যন্ত রেগে যাই।”

এই অবস্থায় পুতিন ও জেলেনস্কির মুখোমুখি বৈঠকের আশা ট্রাম্প যে একেবারেই ছেড়ে দিয়েছেন তা তাঁর মন্তব্যের স্পষ্ট হয়ে যায়। ট্রাম্প বলেন, “আমি জানি না ওঁরা দেখা করবেন কি না। হয়তো করবেন, হয়তো বা করবেন না।” তবে রাশিয়া যুদ্ধ না থামালে আমেরিকা যে কড়া পদক্ষেপ নেবে সে কথাও জানিয়েছেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে বলেছেন, যদি রাশিয়া শান্তির পথে না হাঁটে তাহলে নতুন করে নিষেধাজ্ঞা চাপানো হবে রাশিয়ার উপর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ