Advertisement
Advertisement
Vladimir Putin

ওয়াগনার বিদ্রোহের পর প্রথম ভিডিও বার্তা পুতিনের, কী বললেন রুশ প্রেসিডেন্ট?

গত শনিবার রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন 'পুতিনের রাঁধুনি'।

Putin makes his first video after wagner group left। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 26, 2023 7:56 pm
  • Updated:June 26, 2023 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহযুদ্ধে দীর্ণ রাশিয়া। ভাড়াটে ওয়াগনার বাহিনীর ‘সেনা অভ্যুত্থানে’ চিন্তার ভাঁজ পড়েছিল রুশ প্রশাসনের কপালে। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলে পিছু হঠেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এই পরিস্থিতিতে সোমবার ক্রেমলিন থেকে প্রথমবার ভিডিও বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি বললেন, চ্যালেঞ্জের মুখেও ভাল কাজ করছে রুশ সংস্থাগুলি। 

Advertisement

এদিন ইয়ুথ ফোরামের এক অনুষ্ঠানে ভিডিও বার্তা দিয়ে পুতিন বলেন, “বাহ্যিক বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও সংস্থাগুলি কাজ করেছে। তারা নিজেদের কাজ যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে তা প্রশংসনীয়।”

[আরও পড়ুন:শত্রু কৌশল কার্যকরী করা যাবে না, প্রিগোজিনের অভ্যুত্থানের পর রুশ সেনাকে বার্তা শোইগুর]

উল্লেখ্য, গত শনিবার রুশ (Russia) সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ‘পুতিনের রাঁধুনি’ নামে পরিচিত ওয়াগনার প্রধান প্রিগোজিন। তাঁর অভিযোগ ছিল মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন পুতিন। প্রিগোজিনকে পালটা হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, “ওরা পিঠে ছুরি মেরেছে, এর বদলা নেওয়া হবে।” তারপর মস্কোর সামনে গিয়েও ফিরে আসে ওয়াগনার বাহিনী। তবে দুই বাহিনীর এই সংঘাত কোন দিকে এগবে, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও এই ঘটনা কতটা প্রভাব ফেলবে, তাও স্পষ্ট নয়।

[আরও পড়ুন:সিরিয়ায় ইদের বাজারে হামলা রাশিয়ার, বোমার আঘাতে মৃত অন্তত ১২]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement